Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

1 year ago

Uses of orange peel : ত্বক পরিচর্চা হোক বা হেঁশেলের কাজ নিমেষে সহজ হবে কমলালেবুর খোসায়!

Oranges Peels Uses (Symbolic Picture)
Oranges Peels Uses (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতকাল মানেই বাজার জুড়ে কমলা লেবুর পসার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কমলালেবু ইতিমধ্যে মিলছে বাজারে। রোজ একটা করে খাওয়াও হচ্ছে কমলালেবু। আর খোসাগুলো কী করছেন? কমলালেবুর খোসা ফেলে দিলে কিন্তু আপনারই ক্ষতি!জানেন কী ত্বকের পরিচর্যা থেকে শুরু করে হেঁশেলের একগুচ্ছ কাজ সহজ করে দিতে পারে কমলালেবুর খোসা। এমনকি কমলালেবুর খোসা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়িয়ে তুলতে পারে। তাই ফেলে দেওয়ার আগে কমলালেবুর খোসার ব্যবহার জেনে নিন। 

* ককটেল হোক বা চা, কমলালেবুর খোসা মেশালে স্বাদ বাড়বে। রোদে কমলালেবুর খোসা শুকিয়ে নিন। চায়ের জলে শুকনো কমলালেবুর খোসা দিয়ে ফুটিয়ে নিন। এই চা খেলে ইমিউনিটি বাড়বে। আর ককটেলে তাজা কমলালেবুর খোসাই ব্যবহার করতে পারেন।

* ব্রণ কমানো থেকে শুরু করে ত্বকের জেল্লা বাড়াতে কমলালেবুর খোসাকে কাজে লাগান। রোদে কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। এই কমলালেবুর খোসার গুঁড়ো সংরক্ষণ করে রাখুন। এতে গোলাপ জল বা টক দই মিশিয়ে মুখে মাখতে পারেন। 

* ১০-১২ ঘণ্টা ১ কাপ রিঠা জলে ভিজিয়ে রাখুন। তারপর রিঠাগুলো চটকে নিন এবং বীজগুলো ফেলে দিন। এর মধ্যে লেবুর রস, কমলালেবুর খোসা ও সামুদ্রিক নুন ও ভিনিগার মিশিয়ে ফুটিয়ে নিন। এটা দিয়ে বাসন মাজতে পারেন। এতে বাসন পরিষ্কার হবার পাশাপাশি বাসন থেকে খাবারের দুর্গন্ধ ও দূর  হবে।  

*একটি স্প্রে বোতলে শুকনো কমলালেবুর খোসা, শুকনো গোলাপের পাপড়ি, স্টার অ্যানিজ, দারুচিনি, এলাচের মতো মশলা নিন। এতে পছন্দমতো এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিলেই তৈরি রুম ফ্রেশনার।

* ছাদবাগানে, ব্যালকনিতে পোকামাকড়ের উৎপাত? ঘরের কোণে শুকনো কমলালেবুর খোসা ফেলে রাখুন। এটি মশা, মাছি, পোকামাকড় তাড়াতে সাহায্য করবে। 

* ডেজার্ট‌ বানাতে কিংবা কোনও পানীয়তে ফ্লেভার যোগ করতে আপনি কমলালেবুর খোসা যোগ করতে পারেন। কমলালেবুর খোসা কুড়ে মিশিয়ে দিন ডেজার্ট‌ে। ডেজার্টের স্বাদ ও গন্ধ বেড়ে যাবে কয়েক গুন। 

You might also like!