দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর সঙ্গে নতুন জামার সম্পর্ক যেন অঙ্গাঙ্গীভাবে জড়ানো। মহালয়ার গান বাজতেই মনে ভেসে ওঠে নতুন পোশাকের গন্ধ। আর সেই সঙ্গে প্রিয়জনদের জন্য উপহার বাছাইয়ের আনন্দও অন্যরকম। বাবা-মা, ভাই-বোন থেকে শুরু করে মামা-মাসি, কাকা-কাকি, দাদু-ঠাকুমা কিংবা তুতো দাদা-দিদি—সবাইকে খুশি করতে চাই একেকটা বিশেষ উপহার। আর পোশাকের ক্ষেত্রে এই ট্রেন্ড বোঝাটা অত্যন্ত জরুরি। এ বছর পুজোয় কাকে কী ধরনের পোশাক উপহার দেওয়া যায়, তারই কিছু দিশা থাকল এখানে।
দাদু ও বাবার জন্য পোশাক: বয়স ও রুচি অনুসারে তাঁদের জন্য লিনেনের শার্ট বা পাঞ্জাবি হতে পারে সেরা উপহার। হালকা রঙের পাঞ্জাবি বা আরামদায়ক কুর্তা-পাজামা বেশ মানানসই। পাঞ্জাবির ক্ষেত্রে লিনেন, তসর বা সুতির কাপড় বেছে নিতে পারেন। উজ্জ্বল শেড বা প্যাস্টেল রংগুলি এখন খুব ট্রেন্ডিং।
ঠাকুমা ও মায়ের জন্য পোশাক: মা বা ঠাকুমার জন্য হ্যান্ডলুম, তসর বা সিল্কের শাড়ি হতে পারে সবচেয়ে ভাল উপহার। বয়স বাড়লে উজ্জ্বল রং এড়িয়ে হালকা বা প্যাস্টেল শেডের শাড়ি বেছে নেওয়া ভাল। তাঁতের শাড়িও খুব আরামদায়ক এবং মানানসই।
কাকা ও মামার জন্য পোশাক: তুলনামূলক ভাবে কম বয়সী হলে তাঁদের জন্য ফ্যাশনেবল পাঞ্জাবি বা জ্যাকেট সহ কুর্তা-পাজামা কিনতে পারেন। শার্টের ক্ষেত্রে চেক বা স্ট্রাইপের লিনেন শার্ট এবং চিনোজ় ট্রাউজার্স হতে পারে স্টাইলিশ উপহার। ক্যাজুয়াল সাজের জন্য ট্র্যাক স্যুট বা পোলো টিশার্ট বেছে নিতেই পারেন।
কাকিমা ও মাসিমার জন্য পোশাক: জর্জেট বা সিল্কের শাড়ি তাঁদের দারুণ মানাবে। যদি শাড়ি পরতে স্বচ্ছন্দ না হন, তা হলে কুর্তি-পালাজো সেট বা লেহঙ্গা শাড়ি উপহার দেওয়া যেতে পারে। হালকা কাজ করা বেনারসী বা কাঞ্জিভরম শাড়িও পুজোর উপহার হিসেবে খুব জনপ্রিয়।
দাদা ও দিদির জন্য পোশাক: তরুণ প্রজন্মের জন্য পোশাকের পছন্দ একটু অন্য রকম হতেই পারে। দাদাদের জন্য স্লিম ফিট জ্যাকেট, হাতা গোটানো শার্ট বা টিশার্ট দারুণ লাগবে। দিদিদের জন্য লেহঙ্গা, একরঙা শাড়ি, কুর্তি অথবা স্টাইলিশ টপ হতে পারে আদর্শ উপহার।
ছোটদের জন্য পোশাক: ছোটদের জন্য আরামদায়ক পোশাকই সেরা। ছেলেদের ক্ষেত্রে কুর্তা-পাজামা বা ডেনিম ট্রাউজার্সের সঙ্গে টি-শার্ট খুব ভাল লাগবে। মেয়েদের জন্য স্কার্ট-টপ সেট, ফ্রক বা ছোট লেহঙ্গা আকর্ষণীয় হতে পারে।
আপাতত ট্রেন্ডিং পোশাক কী কী? ব্লাউজ: এখন ফ্যাশনে ব্লাউজের ডিজাইন খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের প্যাচ, এম্ব্রয়ডারি বা ডিজাইন থাকে তাতে। শাড়ি: হাতে আঁকা শাড়ি, হ্যান্ডলুম বা সিল্কের শাড়ির চাহিদা এখন খুব বেশি। পাঞ্জাবি: ফিউশন পাঞ্জাবি, প্রিন্টেড পাঞ্জাবি এবং জ্যাকেট-সহ পাঞ্জাবি বেশ চলছে।
পোশাকের রং: পুজোর জন্য লাল, হলুদ, কমলা, গোলাপি, সোনালির মতো উজ্জ্বল রং বেশ প্রচলিত। তবে হালকা নীল, পিচ, মিন্ট গ্রিন বা ল্যাভেন্ডারের মতো প্যাস্টেল শেডগুলিও ইদানীং খুব জনপ্রিয়। প্রতিটি বয়সের মানুষের রুচি অনুযায়ী রঙের পছন্দ ভিন্ন হয়।
উপহার কেনার আগে মনে রাখুন: উপহার কেনার আগে আত্মীয়ের বয়স, রুচি ও শারীরিক গঠন বিবেচনা করুন। পোশাকের মাপ সঠিক কি না, তা নিশ্চিত করুন। যদি সম্ভব হয়, তা হলে পছন্দের দোকান থেকে নিজে গিয়ে কেনার জন্য গিফট কার্ডও দিতে পারেন উপহারে।