Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

1 year ago

Deep Kiss Benefits : চুমুতেই বাড়বে ঠোঁটের চমক!জেনে নিন নয়া ট্রিকস

Deep Kiss Benefits  (Symbolic Picture)
Deep Kiss Benefits (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীত আসবে আর ঠোঁট ফাঁটবে না! তা কী করে হয়। ঠোঁট ফাঁটা রুখতে আপনার হ্যান্ডব্যাগে জায়গা করে নেয় ভেজলিন, বোরোলিন কিংবা লিপ বাম। কিন্তু জানেন, আপনি যদি নিয়মিত গভীর চুম্বনে মিশে থাকেন, তাহলে শীত থাকবে, তবুও ঠোঁট ফাটবে না!

ব্যপারটা একটু খোলসা করে বলা যাক বরং। উত্তুরে হাওয়া এখনও শহরের আনাচ-কানাচে ছড়িয়ে পড়েনি। কিন্তু অনেকেই ইতিমধ্য়ে ত্বকে শীতের টান ভাব অনুভব করছেন। অনেকেরই ঠোঁট ফাটছে। বিশেষজ্ঞরা বলছেন, শুরু থেকেই সর্তক থাকুন। ঠোঁট বেশিমাত্রায় ফাটার আগেই শুরু করে দিন ঠোঁটের চর্চা।

বিশেষজ্ঞরা বলছেন, চুম্বন ঠোঁটের সবচেয়ে ভালো ব্যায়াম। গভীর ঠোঁটঠাসা চুম্বনে রক্তসঞ্চালন বাড়ে। আর এতে ঠোঁটের স্বাস্থ্যও ভালো থাকে। শুধু এখানেই শেষ নয়, চুমুর সময় সঙ্গীর স্যালাইভা ঠোঁটে লাগলে, তা ঠোঁটের চামড়ার শুষ্কতা দূর করে। আর শুষ্কতা দূর হলেই, ঠোঁট ফাটবে কম।

বিশেষজ্ঞরা বলছেন, চুম্বনের  সময় কিছুক্ষণ উপরের ঠোঁটে ঠোঁট রাখুন। তার পর কিছুক্ষণ পর ঠোঁট রাখুন নিচের ঠোঁটে। এরকম লিপ এক্সারসাইজেই ঠোঁটের চামড়া নরম হবে। তবে হ্য়াঁ, রাতে শোয়ার আগে একটু ভেজলিন বা বোরোলিন মেখে নিলে, ঠোঁট আরও সুন্দর হয়ে উঠবে।

You might also like!