Life Style News

2 months ago

Marigold Flowers: আর দেরি নয়! শীতের মাসেই ফুল পেতে এখনই শুরু করুন গাঁদা গাছের সঠিক যত্ন

Marigold Flowers
Marigold Flowers

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শীতকাল এলেই নানা রঙের ফুলে বাগান সাজানোর শখ থাকে অনেকেরই। তাই ঋতুকালীন ফুলের চারা তৈরি করা বা বসানোর কাজ সাধারণত এক মাস আগে থেকেই শুরু করে দেন ফুলপ্রেমীরা।যদিও গাঁদা ফুল (Marigold) সারা বছরই পাওয়া যায়, তবুও শীত আসার আগে বহু বাড়ির বারান্দা বা ছাদে এই গাছটি বসানো হয়। তবে, আপনার গাছে যদি সঠিক সময়ে এবং প্রত্যাশিত পরিমাণে ফুল ফোটাতে চান, তাহলে চারা বসানোর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও পরিচর্যার নিয়ম জেনে রাখা আবশ্যক।

মাটি: গাছের চারা যখন বসিয়েছিলেন সেই মাটিতে কি কোনও সার ছিল? গাঁদা গাছ বসানোর সময় মাটি প্রস্তুত করতে হয়। মাটির সঙ্গে মেশাতে হয় ভার্মি কম্পোস্ট। জল যাতে না জমে, সে জন্য মিশিয়ে নিতে হয় কিছুটা বালি। সে সব ঠিকঠাক না হলে কিন্তু ফুল ভালো হবে না।

জল: গাঁদা গাছে খুব বেশি জল লাগে না। অতিরিক্ত জল দিলে ফুল যেমন কমতে পারে তেমনই মাটিতে জল জমলে, গাছের গোড়া পচে যেতে পারে। এক দিন অন্তর গাছে জল দিন। মাটির উপরিভাগ শুকিয়ে গেলে তবেই জল দেওয়া ভালো।

রোদ: গাঁদা গাছটি যেখানে রেখেছেন সেখানে ঠিকঠাক রোদ পড়ে তো? এই গাছের জন্য রোদ খুব জরুরি। দিনে ছ’ঘণ্টা রোদ পেলে তবেই ফুল ভালো হবে। ছায়ায় গাছ রাখা যাবে না।

সার: অধিক সারে গাছ, ফলন দুই-ই নষ্ট হতে পারে। গাঁদা গাছ যদি ভার্মিকম্পোস্ট যুক্ত মাটিতে বসানো হয়, তা হলে এক মাস সার লাগবে না। তার পর এক মাস অন্তর অল্প করে জৈব সার দিতে পারেন। খোল, আনাজের খোলা পচিয়ে সার তৈরি করেও দিতে পারেন।

পোকার আক্রমণ: গাঁদা গাছে পোকার আক্রমণ হলে জলের সঙ্গে নিম তেল এবং তরল সাবান মিশিয়ে স্প্রে করতে হবে। এই গাছে প্রায়শই মিলিবাগের আক্রমণ হয়। সে ব্যাপারেও সতর্ক থাকা দরকার। তবে রাসায়নিক কীটনাশক স্প্রে করতে যাবেন না।


You might also like!