Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

1 year ago

Sex Tips : যৌনতায় ভাটা?শরীরে আতর লাগিয়ে জোয়ার আনুন প্রমে, রইল টিপস

Intimate Relation (Symboloic Picture)
Intimate Relation (Symboloic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সারাদিনে শত ব্যস্ততা, পরিশ্রম যৌন  জীবনে অনিহা তৈরী করে। কিন্তু ভালোবাসার মানুষটির সঙে যদি শারিরীক সম্পর্কের বাঁধন আলগা হয় তবে মানসিক সম্পর্কের ও অবনতি হয়। তবে এর সমাধান হতে পারে আতর! হ্যাঁ, যৌন বিশেষজ্ঞরা বলছেন, আতরই হয়ে উঠতে পারে যৌনতায় জোয়ার আনার আসল ওষুধ।

১) প্রথমেই জেনে নিন সঙ্গীর ঠিক কী ধরনের সুগন্ধী পছন্দ। ঠিক সেরকমই আতর বা পারফিউম কিনে ফেলুন। তার পর ঘরে ফিরে ফ্রেশ হয়ে কানের ঠিক নিচে হালকা করে লাগিয়ে দিন। দেখবেন চুম্বকের মতো আপনার সঙ্গী চলে আসবে কাছাকাছি!

২) সঙ্গমের সময় সঙ্গীর গায়েও অল্প করে আতর ছড়িয়ে দিন। এই ব্যাপারে কাঁধ, কোমরকে গুরুত্ব দিন।

৩) সঙ্গীর শরীরের কোন অংশে চুমু খেলে, সঙ্গী সবচেয়ে আনন্দ পায়? আতর লাগানোর জন্য ঠিক সেই অংশগুলোকেই বেছে নিন।

৪) যৌনতার আগুনের তাপ বাড়াতে সঙ্গীর নাভির চারপাশে আতর লাগিয়ে দিন। আদর শুরু করুন সেই নাভি থেকেই।

৫) ফোরপ্লের ক্ষেত্রে আতর ম্যাজিকের মতো কাজ করে। দুজনের শরীর যখন একই গন্ধে মেতে উঠবে তখন যৌনতায় জোয়ার আসবেই আসবে!

You might also like!