Life Style News

2 months ago

Condom-Free Sex Advice: 'বেবি'র ভয় নয়! কন্ডোম ছাড়াই মিলনের সম্পূর্ণ মজা নিতে ট্রাই করুন এই বিশেষ পজিশন

Safe Intimacy Tips For Couples
Safe Intimacy Tips For Couples

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আবহাওয়াবিদদের পূর্বাভাসে জানা যাচ্ছে, বৃষ্টিভেজা পরিবেশের কারণে তাপমাত্রা সামান্য কমবে। এমন রোমান্টিক পরিবেশে সঙ্গীর কাছাকাছি আসা স্বাভাবিক। কিন্তু সমস্যা একটাই—অসাবধানতাবশত গর্ভধারণের (Pregnancy) ভুল যেন মিলনের আনন্দকে মাটি না করে দেয়।অনেকেই কন্ডোম (Condom) ব্যবহারে স্বচ্ছন্দ নন, কিন্তু তাই বলে তো আর কাছাকাছি আসা বন্ধ করা যায় না। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে শুধু সেক্স পজিশন (Sex Position) পরিবর্তনের মাধ্যমেই কেল্লাফতে করা যেতে পারে। জানেন কি, কন্ডোম ব্যবহার না করেও বিশেষ কিছু পজিশন বেছে নিলে গর্ভধারণের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব? ফলে, দুশ্চিন্তা দূরে রেখে মিলনের উষ্ণতা বজায় রাখা সম্ভব।

* রাতের অন্ধকারে একই বিছানায় দু’জনের সম্মতিতে ছোঁয়াছুঁয়ি খেলায় মাততে পারেন। দু’জনেই হাত, জিভের খেলায় মাতিয়ে রাখতে পারেন একে অপরকে। মহিলারা গোপনাঙ্গ আর্দ্র রাখতে সিলিকন লুব্রিক্যান্ট ব্যবহার করতে পারেন।

*  গর্ভধারণের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে ‘৬৯ পজিশনে’ও। কারণ, এই ধরনের যৌনতাতেও স্পর্শই আসল। তাই শরীরী মিলনের ফলে সঙ্গিনীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার সম্ভাবনা নেই।

* কন্ডোমের ঝক্কি এড়াতে চাইলে ‘কাউগার্ল’ পজিশনে যৌনতায় মাততে পারেন। এই ভঙ্গিমায় যৌনতার ফলে সরাসরি যোনিদ্বারে বীর্য পৌঁছনো কিছুটা কঠিন। সে কারণে কেউ কেউ মনে করেন, এই পজিশনে যৌনতার ফলে অবাঞ্ছিত গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই কম।

* বলিউড ছবির ভঙ্গিমায় শরীরী খেলায় মেতে ওঠার স্বপ্ন দেখেন বহু যুগল। তাঁদের মধ্য়ে অনেকে আবার মনে করেন, দু’জনেই দাঁড়িয়ে যদি যৌনতায় মাতেন তাহলে গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই কম। কারণ, এই ভঙ্গিমায় যৌনতায় মাতলে সঙ্গিনীর বেশ খানিকটা ওজন বহন করতে হয় সঙ্গীকে। তার ফলে বীর্য সরাসরি যোনিদ্বারে পৌঁছনো কিছুটা কঠিন।

সেক্স পজিশনের মাধ্যমে গর্ভধারণ ঠেকানোর দাবির কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই অযথা ঝুঁকি না নেওয়াই ভালো। সুরক্ষিত যৌনজীবনের জন্য অবশ্যই কন্ডোম কিংবা গর্ভনিরোধক ব্যবহার করাই শ্রেয়। যৌনতার পর ঋতুস্রাব-সহ অন্য যেকোনও সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

You might also like!