Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

1 year ago

Science News: সিগারেটের নেশা কাটাতে Cytisine! নামটা শুনেছেন কি এর আগে?

Cytisine  (File Picture)
Cytisine (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সিগারেটের নেশাকে গুড বাই বলতে 'প্লাসেবো'-র তুলনায় অন্তত দ্বিগুণ কার্যকরী ও খরচের নিরিখে সাশ্রয়ী, এক উপাদান )Plant Based Cytisine And Smoking) নিয়ে নতুন করে আলোড়ন শুরু হয়েছে বিজ্ঞানীমহলে। এই উপাদান হল Cytisine। উদ্ভিজ এই যৌগ ধূমপানের নেশা ছাড়াতে 'নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি'-র থেকেও বেশি কার্যকরী। তবে মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলি ছাড়া বিশ্বের প্রায় অন্য কোথাও এর ব্যবহারে লাইসেন্স নেই। তাই সাধারণ মানুষ মারণ নেশার গ্রাস কাটাতে এর সুবিধা নিতে পারেন না।

পূর্ব ইউরোপের দেশগুলি Cytisine এর উপর ষাটের দশক থেকে আস্থা রেখেছে। ধূমপানের নেশা ছাড়াতে তখন থেকেই এই যৌগ ব্যাবহারিত হয়ে আসছে। তবে সম্প্রতি বিজ্ঞানসম্মত ভাবে উঠে এসেছে এর কার্যকারিতা সংক্রান্ত দিকটি। 'অ্যাডিকশন' শীর্ষক জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয়, ৮ হাজার জনের উপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে বিষয়টি জানা গিয়েছে। মোট ৮টা ট্রায়ালে 'প্লাসেবো'-র সঙ্গে Cytisine-র প্রভাব তুল্যমূল্য বিচার করা হয়েছিল। সার্বিক ফলাফল জানাচ্ছে. 'প্লাসেবো'-র তুলনায় Cytisine ব্যবহারে ধূমপান ছাড়ার সাফল্য অন্তত দু'গুণ বেড়ে যায়। আর্জেন্তিনার Centro Nacional de Intoxicaciones -র গবেষক তথা এই গবেষণাপত্রটির অন্যতম লেখক ওমর দে স্যান্টি আরও বলেন, 'ধূমপান ছাড়ার ক্ষেত্রে Cytisine যে অত্যন্ত সস্তা এবং কার্যকরী বিকল্প, সেটা আমাদের গবেষণাতেও উঠে এসেছে। নিম্ন এবং মাঝারি আয়ের দেশগুলির জন্য এটি দুরন্ত কার্যকরী ওষুধ হতে পারে। এই ধরনের দেশে এমন ওষুধের বিপুল প্রয়োজনীয়তা রয়েছে।'

You might also like!