কলকাতা, ২৮ এপ্রিল : পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, ৩০শে এপ্রিল, অক্ষয় তৃতীয়ার শুভ দিন মুর্শিদাবাদ জেলার জেহাদিদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হিন্দু মন্দিরগুলির পুনর্নির্মাণ ও সংস্কার প্রক্রিয়া শুরু করার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “বর্তমানে এই মন্দিরগুলি জেহাদিদের ঘৃণ্য, নিন্দনীয় এবং বর্বরোচিত আক্রমণের চিহ্ন বহন করছে। সমস্ত সনাতনী ধর্মীয় আচার-অনুষ্ঠান যথাযথভাবে পালন করে শুদ্ধিকরণ’ এবং সংস্কার প্রক্রিয়া করা হবে। হিন্দু-বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য গ্রহণ করা হবে না। আমি পুনরায় বলছি, সমস্ত খরচ হিন্দুরা নিজেরাই বহন করবে। মুর্শিদাবাদের হিন্দুদের তাঁদের গ্রামের ও পাড়ার মন্দিরে পুজো করার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এই মন্দিরগুলি আমাদের তীর্থস্থানের মতোই গুরুত্বপূর্ণ। হিন্দু হিন্দু ভাই ভাই।”
পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী ৩০শে এপ্রিল, ২০২৫, অক্ষয় তৃতীয়ার শুভ দিনে, আমরা মুর্শিদাবাদ জেলার জেহাদিদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হিন্দু মন্দিরগুলির পুনর্নির্মাণ ও সংস্কার প্রক্রিয়া শুরু করব। বর্তমানে এই মন্দিরগুলি জেহাদিদের ঘৃণ্য, নিন্দনীয় এবং বর্বরোচিত আক্রমণের চিহ্ন বহন… pic.twitter.com/3UueTTmjkn
— Suvendu Adhikari (@SuvenduWB) April 28, 2025