Breaking News
 
Raj Chakroborty : বিচ্ছেদ নিয়ে খোলাখুলি রাজ, বললেন ‘ভাবতেই পারিনি’ Pakistan India: ‘ভারতকে শিক্ষা দিতে প্রস্তুত’—আমেরিকায় দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের বার্তা দিলেন পাক সেনাপ্রধান! Kunal Ghosh: ‘ঠান্ডা মাথায় অপরাধমূলক অপপ্রচার’, CBI-র সঙ্গে ‘সেটিং’—অভয়ার বাবাকে কুণাল ঘোষের বার্তা Rahul Gandhi: জ্ঞান হারালেন মহুয়া, গ্রেপ্তার রাহুল-প্রিয়াঙ্কা-খাড়গে! বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লিতে তুমুল উত্তেজনা Gaza Strike: আল-শিফা হাসপাতালের কাছে ইজরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত,করসপনডেন্টকে সন্ত্রাসী তকমা! India Bloc MPs' EC March: দিল্লির পথে ইন্ডিয়া জোটের বিক্ষোভ মিছিল, ব্যারিকেড টপকালেন মহুয়া-অখিলেশ, রাস্তায় ধর্নায় রাহুল!

 

Health

2 days ago

Nausea and Vomiting: হঠাৎ গা গোলাচ্ছে? বাসে-ট্রেনে বমি ভাব?জেনে নিন কার্যকর ৫ উপায়!

Nausea and Vomiting
Nausea and Vomiting

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হঠাৎ গা গুলিয়ে উঠছে? কিংবা মাঝে মাঝেই বমি বমি ভাব হচ্ছে? অনেকেই বাসে-ট্রেনে যাতায়াতের সময় এই সমস্যায় পড়েন। আবার দিনের পর দিন অফিসের চাপ, মানসিক উদ্বেগ কিংবা খাওয়া-দাওয়ার অনিয়ম থেকেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।  সকালে তাড়াহুড়োর মাঝে ঠিকমতো না খেয়ে বেরোনো, কিংবা রাতে দেরি করে বাড়ি ফিরে যা পাচ্ছেন তাই খেয়ে ঘুমিয়ে পড়া—এসবই শরীরের উপর প্রভাব ফেলে। তার ফলেই হজমের গোলমাল থেকে শুরু করে গা গুলিয়ে ওঠার মতো সমস্যাও দেখা দেয়। আর রাস্তাঘাটে, ভিড়ের মধ্যে যদি হঠাৎ বমির অনুভূতি আসে,  তাহলে তো অস্বস্তি আরও বাড়ে। তবে চিন্তার কিছু নেই। এমন পরিস্থিতিতে কী করবেন, বা কীভাবে নিজেকে এই সমস্যা থেকে রক্ষা করবেন—জেনে নিন সহজ কিছু উপায়। 

১। শশা: গা গোলাতে থাকলে খালি পেটে থাকবেন না। অবশ্য ভারী খাবার খেলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই হালকা খাবার খান। এই সময় যদি একটা শশা খেতে পারেন তাহলে গা গোলানো ভাব কমবে। আপনি চাইলে মুড়ির সঙ্গেও শশা খেতে পারেন। মুড়ি হালকা খাবার। কাজেই কোনও সমস্যা হবে না। শরীরে  জলের ঘাটতিও পূরণ করবে শশা। তবে নুন দিয়ে শশা এইসময় একদমই নয়। 

২। আদা কুচি: বমি বমি ভাব দেখা দিলে দু-একটা আদা কুচি চিবিয়ে খান। এতে বেশ ভালো ফল পাওয়া যায়। আদাতে রয়েছে জিঞ্জেরল, শোগাওল ও প্যারাডলের মতো সক্রিয় যৌগ যা বমি হওয়ার প্রবণতা কমাতে সক্ষম। সরাসরি চিবিয়ে খাওয়ার পরিবর্তে আপনি আদা কুচি জলে ফেলে ফুটিয়ে সেই জল খেলেও উপকার পাবেন।

৩। হাইড্রেশন: অনেক সময় শরীরে জল শূন্যতা তৈরি হয়। এর ফলে বমি বমি ভাব দেখা দিতে পারে। তাই পর্যাপ্ত জল পান করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। হঠাৎ করে বমি পেলে বা গা গোলানো শুরু হলে জল পান করুন। এইসময় ডাবের জল পান করলেও সুফল মেলে।

৪। জোয়ান: ব্যাগে সবসময় জোয়ানের কৌটো রাখুন। বমি ভাব দূর করতে জোয়ানের কোনও বিকল্প হয় না। গা গোলালে জোয়ান চিবিয়ে খেতেই দেখবেন নিমেষে বমি ভাব চলে গিয়েছে।

৫। লেবু পাতা ও পুদিনা: লেবু পাতার সুগন্ধ অনেক ক্ষেত্রেই বমি ভাব দূর করে। এছাড়া পুদিনা পাতা গরম জলে ফুটিয়ে সেই জল পান করলে দারুণ ফল পাওয়া যায়। 

বমি বা বমি বমি ভাব নানা কারণেই হতে পারে—পাকস্থলিতে সংক্রমণ, গ্যাস বা অম্বলের সমস্যা, কিংবা অনিয়মিত খাদ্যাভাস—সবই এর পেছনে দায়ী হতে পারে। মূলত হজমপ্রক্রিয়ায় সামান্য গোলমাল হলেই এমন উপসর্গ দেখা দিতে পারে। তাই প্রথমেই নজর দিতে হবে অন্ত্র ও পাচনতন্ত্রকে সুস্থ রাখার দিকে। হঠাৎ করে এই ধরনের অস্বস্তি দেখা দিলে প্রাথমিকভাবে কিছু ঘরোয়া ও প্রাকৃতিক উপায়ে উপশম সম্ভব। তবে উপসর্গ যদি ঘন ঘন দেখা দেয় বা তীব্র হয়, তাহলে বিষয়টি অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ কখনও কখনও বমি বড় কোনও শারীরিক সমস্যারও ইঙ্গিত হতে পারে।


You might also like!