কলকাতা, ৩ জুলাই : বার্মিংহামের এজবাস্টনে টেস্ট ম্যাচে ভারতীয় ওপেনার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন যশস্বী জয়সওয়াল। লিডসের হেডিংলিতে পাঁচ উইকেটের পরাজয় থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই এই মাইলফলক স্পর্শ করেছেন জয়সওয়াল। জয়সওয়াল সুধীর নায়েকের রেকর্ড ভেঙেছেন, যিনি ১৯৭৪ সালের জুলাই মাসে মাইক ডেনেসের ইংল্যান্ড |
জয়সওয়াল সুধীর নায়েকের রেকর্ড ভেঙেছেন, যিনি ১৯৭৪ সালের জুলাই মাসে মাইক ডেনেসের ইংল্যান্ডে
র বিপক্ষে ১৬৫ বলে ৭৭ রান করেছিলেন। বুধবার, ২ জুলাই, ২৩ বছর বয়সী এই খেলোয়াড় মধ্যাহ্নভোজের পরের সেশনে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস তার উইকেট নেওয়ার আগে ১০৭ বলে ১৩টি চারের সাহায্যে ৮৭ রান করেছিলেন।
বার্মিংহাম টেস্টে ভারতীয় ওপেনারের সর্বোচ্চ স্কোর:
**যশস্বী জয়সওয়াল - ২০২৫ সালে ৮৭
**সুধীর নায়েক - ১৯৭৪ সালে ৭৭
**সুনীল গাভাস্কার - ১৯৭৯ সালে ৬৮
**চেতেশ্বর পূজারা - ২০২২ সালে ৬৬
**সুনীল গাভাস্কার - ১৯৭৯ সালে ৬১