Game

8 hours ago

Neeraj Chopra Classic 2025: শনিবার নীরজ চোপড়া ক্লাসিক বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে হবে

Neeraj Chopra trains with Czech Republic's Martin Konecny
Neeraj Chopra trains with Czech Republic's Martin Konecny

 

বেঙ্গালুরু, ৫ জুলাই : শনিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য নীরজ চোপড়া ক্লাসিক ২০২৫-এর তারকা আকর্ষণ হবেন জ্যাভলিন থ্রোয়ার বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। ভারতের প্রথম আন্তর্জাতিক জ্যাভলিন প্রতিযোগিতা হিসেবে বিবেচিত এই ইভেন্টটি নীরজ, জেএসডব্লিউ স্পোর্টস, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই) এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স (ডব্লিউএ) এর সহযোগিতায় প্রতিযোগিতাটি হবে। এটি হবে ভারতে অনুষ্ঠিত সর্বোচ্চ স্তরের আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় নেতৃত্ব দিচ্ছেন অলিম্পিক চ্যাম্পিয়ন এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। তাঁর সঙ্গে যোগ দেবেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন থমাস রোহলার (জার্মানি) এবং রিও ২০১৬ অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী জুলিয়াস ইয়েগো (কেনিয়া) সহ অভিজাত নিক্ষেপকারীরা । শুরু হবে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়।


You might also like!