নিউ জার্সি, ২০ জুলাই : শনিবার রাতে নিউ জার্সির হ্যারিসনে স্বাগতিক নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে লিওনেল মেসির দুটি গোল এবং দুটি অ্যাসিস্টের সুবাদে ইন্টার মিয়ামি ৫-১ গোলে জয়লাভ করে। এই জয়ে ইন্টার মিয়ামি ১২ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট পেল।
বুধবার সিনসিনাটিতে পাঁচ ম্যাচের জয়ের ধারা ভেঙে যাওয়ার পর, গত সাতটি ম্যাচের মধ্যে মিয়ামি তাদের ষষ্ঠ এমএলএস ম্যাচে জয়লাভ করেছে।
এদিকে রেড বুলস ৯ ম্যাচে ৩৩ পয়েন্ট পেল। এই হারে ঘরের মাঠে টানা জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে এবং এই মরসুমে দ্বিতীয়বারের মতো ইন্টার মিয়ামির কাছে হেরেছে।