Game

6 hours ago

Edgbaston Test 2025:অধিনায়ক হিসেবে গিল দ্বিতীয় সেঞ্চুরির মাধ্যমে চতুর্থ খেলোয়াড় হয়ে উঠলেন

Edgbaston Test 2025
Edgbaston Test 2025

 

কলকাতা, ৩ জুলাই : বুধবার বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে শুভমান গিল তার দ্বিতীয় শতরান পূর্ণ করেন। সেই সঙ্গে গিল অধিনায়কত্বে যোগদানের পর প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি করা চতুর্থ খেলোয়াড় হয়ে উঠলেন।

তিনি এখন বিজয় হাজারে, সুনীল গাভাস্কার এবং বিরাট কোহলির তালিকায় যোগ দিলেন।

আর শচীন টেন্ডুলকার, কোহলি, ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার পর গিল পঞ্চম ভারতীয় হিসেবে এজবাস্টনে সেঞ্চুরি করলেন।

অধিনায়ক হিসেবে প্রথম দুই টেস্টে সেঞ্চুরি করা ভারতীয়রা:

বিজয় হাজারে - ১৬৪* বনাম ইংল্যান্ড (দিল্লি, ১৯৫১); ১৫৫ বনাম ইংল্যান্ড (ব্র্যাবোর্ন, ১৯৫১)

সুনীল গাভাস্কার - ১১৬ বনাম নিউজিল্যান্ড (অকল্যান্ড, ১৯৭৬); ২০৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ (ওয়াংখেড়ে, ১৯৭৮)

বিরাট কোহলি - অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৫ এবং ১৪১ (অ্যাডিলেড, ২০১৪); অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৭ (সিডনি, ২০১৫)

শুভমান গিল - ১৪৭ বনাম ইংল্যান্ড (লিডস, ২০২৫); ১০৪* বনাম ইংল্যান্ড (বার্মিংহাম, ২০২৫)

You might also like!