Game

6 hours ago

Grenada Test: গ্রেনাডা টেস্ট জিতে সিরিজ ২-০ করল অস্ট্রেলিয়া

Mitchell Starc took three wickets in the second innings
Mitchell Starc took three wickets in the second innings

 

গ্রেনেডা, ৭ জুলাই : বার্বাডোজে প্রথম টেস্ট জয়ের পর গ্রেনাডা টেস্টেও জয় পেল অস্ট্রেলিয়া। অজি বোলারদের দাপটে চতুর্থ দিনেই শেষ হলো গ্রেনাডা টেস্ট। আর ৩ ম্যাচ সিরিজের প্রথম দুইটিতে জিতে সিরিজও নিজেদের করে নিল কামিন্সের দল। ৭ উইকেটে ২২১ রানে চতুর্থ দিন শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু আর ২২ রান যোগ করে অস্ট্রেলিয়া বাকি ৩ টি উইকেট হারায়। ফলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থামে ২৪৩ রানে। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ইনিংস খেলেন স্টিভ স্মিথ (৭১)। প্রথম ইনিংসে ৩৩ রানে লিড পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ২৭৭ রান।

কিন্তু শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৩৩ রানে চার উইকেট হারিয়ে লাঞ্চে গেলে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। পঞ্চম উইকেটে শাই হোপ ও রোস্টন চেজের ৩৮ রানের জুটি ছিল সর্বোচ্চ। এই জুটি ভাঙার পর ৩২ রানের মধ্যে আরও চার উইকেট পড়ে ক্যারিবিয়ানদের। ওয়েস্ট ইন্ডিজের রান দাঁড়ায় ৮ উইকেটে ১০৩। শেষ তিন উইকেট নিয়ে লায়ন দলের জয় এনে দেন। ১৪৩ রানে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়। ১৩৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক চেজ।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার বোলাররা ছিল দুর্দান্ত। স্টার্ক ও লায়ন সর্বোচ্চ ৩ টি করে উইকেট নেন। দুটি উইকেট পান জশ হ্যাজেলউড। আর একটি করে উইকেট পান কামিন্স ও বিউ ওয়েবস্টার। ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। কিংস্টনে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৩ জুলাই।

You might also like!