Country

1 week ago

National Civil Services Day 2025: যুবসমাজ, কৃষক ও মহিলাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য অসাধারণ গতি প্রয়োজন,প্রধানমন্ত্রী

National Civil Services Day 2025
National Civil Services Day 2025

 

নয়াদিল্লি, ২১ এপ্রিল : যুবসমাজ, কৃষক ও মহিলাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য অসাধারণ গতি প্রয়োজন। সোমবার ১৭-তম সিভিল সার্ভিস দিবসের অনুষ্ঠানে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের যুবসমাজ, কৃষক এবং মহিলাদের স্বপ্ন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাঁদের আকাঙ্ক্ষা পূরণের জন্য অসাধারণ গতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সিভিল সার্ভিস দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত সরকার কর্তৃক প্রণীত নীতিমালা এবং গৃহীত সিদ্ধান্তগুলি আগামী হাজার বছরের ভবিষ্যৎকে রূপ দেবে।


প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "এখন আমরা এমন এক পৃথিবীতে বাস করছি, যা দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে। আমাদের আমলাতন্ত্র এবং নীতি নির্ধারণ পুরানো ব্যবস্থার উপর নির্ভর করে চলতে পারে না। সেই কারণেই, ২০১৪ সাল থেকে, পদ্ধতিগত পরিবর্তন সক্রিয়ভাবে অনুসরণ করা হচ্ছে। আমরা নিজেদের দ্রুত গতিতে রূপান্তরিত করছি। ভারতের উচ্চাকাঙ্ক্ষী সমাজ - তা সে যুবসমাজ, কৃষক অথবা মহিলা - অভূতপূর্ব স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষা ধারণ করে। এই আকাঙ্ক্ষা পূরণের জন্য, আমাদের অগ্রগতির সমানভাবে অভূতপূর্ব গতি প্রয়োজন।"

You might also like!