পাটনা, ২৪ জুলাই : নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের হাতিয়ারে পরিণত হয়েছে, এমনই অভিযোগ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি এও বলেছেন, "আমাদের আর কোনও সন্দেহ নেই যে, নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের হাতিয়ার হয়ে উঠেছে। ক্ষমতায় থাকা ব্যক্তিরা এখন প্রকাশ্যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ক্রমাগত ভোট চুরি করছে।"
বৃহস্পতিবার বিহার বিধানসভায় হট্টগোলের পর, আরজেডি নেতা তেজস্বী যাদব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আজ বিধানসভায় আমার বক্তৃতার সময়, তাদের মন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, বিধায়করা মাঝখানে বক্তব্য রাখেন। আমার মা এবং বাবাকে কুকথা বলা হলেও আমি কোনও প্রতিক্রিয়া জানাইনি। গতকাল, একজন উপ-মুখ্যমন্ত্রী আমাদের কুকথা বলেছিলেন। আজ, তাদের নেতারাও একই কাজ করছেন। বিজেপির সত্যের মুখোমুখি হওয়ার সাহস নেই। প্রথমবারের মতো দেখা যাচ্ছে যে, শাসক দল হট্টগোল করছে।"