
হরিদ্বার, ১৭ ডিসেম্বর : ঋষিকেশ-হরিদ্বার হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের। ওই রাস্তায় মনসাদেবী গেটের কাছে মঙ্গলবার রাত পৌনে ১১টা নাগাদ ট্রাকের সঙ্গে এসইউভি-র মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনার জেরে দুমড়ে-মুচড়ে যায় চার চাকার গাড়িটি। তার ফলে গাড়ির আরোহীরা ভিতরে আটকে পড়েন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্যাস কাটার দিয়ে গাড়ির দরজা কেটে আরোহীদের মৃত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, চার চাকার গাড়িটি বেপরোয়া গতিতে যাচ্ছিল।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পিএনবি সিটি গেটের কাছে। একটি এসইউভি গাড়ি হরিদ্বার থেকে ঋষিকেশ যাচ্ছিল। সেই গাড়িটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। দেরাদুনের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) অজয় সিং জানিয়েছেন, এসইউভির চার আরোহীই ঘটনাস্থলে মারা যান। তাদের মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে।
