কলকাতা, ১৩ অক্টোবর : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলাই থাকবে শুষ্ক। মঙ্গলবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিও শুষ্ক থাকবে, সেখানেও বৃষ্টির সম্ভাবনা আর থাকছে না। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পাকাপাকিভাবে বর্ষা বিদায় নিয়ে নিতে পারে। বৃষ্টি কমার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও অপেক্ষাকৃত হ্রাস পাবে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।