West Bengal

2 weeks ago

Balurghat News: বেটিংয়ের ফাঁদে সর্বস্বান্ত পরিবার—দক্ষিণ দিনাজপুরে ছকভাঙা অভিযান, মোটা অঙ্কের টাকা উদ্ধার!

₹1 crore recovered in Dakshin Dinajpur betting case
₹1 crore recovered in Dakshin Dinajpur betting case

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দক্ষিণ দিনাজপুরে বেআইনি বেটিং চক্রের রমরমা চলছে, যেখানে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে চালানো হচ্ছে এই অবৈধ কারবার। পুলিশ সূত্রের খবর, এই চক্রের ফাঁদে পড়ে ইতিমধ্যেই বহু পরিবার আর্থিকভাবে সর্বস্বান্ত হয়েছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। গত কয়েকদিনে ধারাবাহিক অভিযানে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তা-ই নয়, রবিবার রাতভর চলা তল্লাশিতে জেলাজুড়ে উদ্ধার হয়েছে এক কোটিরও বেশি নগদ অর্থ। আজ সোমবার দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ”বেআইনি বেটিং চক্রের মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ১ কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।” তবে এই চক্রের পিছনে আরও মাথা থাকতে পারে বলে অনুমান পুলিশের। তাঁদের খোঁজেই বিভিন্ন জায়গায় তদন্ত চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বিভিন্ন অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বেটিং চক্রের রমরমা বাড়ছে দক্ষিণ দিনাজপুরে। এমন খবর আসে জেলা পুলিশ প্রশাসনের কাছে। এরপরেই জেলাজুড়ে অভিযানে নামেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। কয়েকদিন আগেই বেটিং চক্রের সঙ্গে যুক্ত ১২ জনকে গ্রেফতার করা হয়। শুধু তাই নয়, তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা এই চক্রের ৩ জন মাথার হদিশ পান। তাঁদের মধ্যে পিন্টু ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত পিন্টু স্থানীয় হোটেল ব্যবসায়ী। এই ব্যবসার আড়ালেই বেটিং চক্র চলত বলে অভিযোগ। শুধু তাই নয়, ধৃত পিন্টুকে জিজ্ঞাসাবাদ করে অপূর্ব সরকার ও কুণাল দাস নামে বাকি দুই জনের জানা যায়। এর পরেই পুলিশ সিকিমের গ্যাংটক থেকে অপূর্ব সরকার ও কুণাল দাসকে গ্রেফতার করে আনে। 

জানা যায়, ধৃত অপূর্ব গঙ্গারামপুরের নয়াবাজার হাই স্কুলের শিক্ষক। তাঁর কীর্তিতে অবাক জেলার মানুষ। এখানেই শেষ নয়! অপূর্বকে জেরা করে রবিবার রাতেই বালুরঘাটে রঘুনাথপুর এলাকায় অবস্থিত তাঁর শ্বশুর বাড়িত হানা দেন তদন্তকারীরা। বেটিং-এর বিপুল অর্থ সেখানেই লুকিয়ে রাখার কথা জানতে পারেন তদন্তকারীরা। এরপরই রবিবার সন্ধ্যায় বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় শ্বশুরবাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশির সময় শোওয়ার ঘর ও ঠাকুর ঘরে লুকিয়ে রাখা ১ কোটি ১৭ লক্ষ টাকা উদ্ধার হয়। শুধু রঘুনাথপুরই নয়, গভীর রাতে গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকাতেও চলে পুলিশের বিশেষ অভিযান। বেটিং চক্রের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। পাশাপাশি পুলিশ সূত্রে জানা গেছে আরও কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে।

You might also like!