নামখানা, ১৫ অক্টোবর : গভীর সসমুদ্রে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে নিখোঁজ হয়ে গেলেন দুই মৎস্যজীবী। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বকখালি সমুদ্র সৈকত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ মৎস্যজীবীরা হলেন - কমল জানা ও দেবকুমার কর। দুজনেই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার দেবনিবাসের বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার রাতে খুঁটি পোঁতার জন্য ১৬ জন মৎস্যজীবী একটি নৌকাতে করে নদীতে গিয়েছিলেন। গভীর রাতে হঠাৎই নৌকাটি উল্টে যায়। সেই সময় পাশে থাকা দু'টি নৌকার মৎস্যজীবীরা ১৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু দু'জনকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ দু'জনের খোঁজে তল্লাশি চলছে।