Technology

2 years ago

Vivo X90s স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Vivo X90s Smartphone
Vivo X90s Smartphone

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোম্পানির নতুন স্মার্টফোন Vivo X90S TENAA-তে তালিকাভুক্ত হয়েছে, তারপর থেকেই অনুমান করা হচ্ছে যে এই ফোনটি শীঘ্রই লঞ্চ হতে পারে। এর আগে এই ফোনটি Google Play Console এও দেখা গেছে। অনুমান করা হচ্ছে যে এই ফোনটি Vivo X90S সিরিজের সবচেয়ে বাজেট স্মার্টফোন হবে।এই পোস্টে আপনাদের এই ফোনের  অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানানো হল।

Vivo X90s ফোনের স্পেসিফিকেশন 

ডিসপ্লে:অনুযায়ী Vivo X90s ফোনে একটি কার্ভড এজ ডিসপ্লে থাকবে। ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চি রাখা হবে। এই ডিসপ্লেটি AMOLED হবে এবং এটি 1260 x 2800 পিক্সেলের Full HD+ রেজলিউশন, 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।

প্রসেসর: এই ডিভাইসটিতে Dimensity 9200 প্লাস চিপসেট দেওয়া যেতে পারে। এর বাকি ফিচারগুলি Vivo X90 এর মতোই হবে বলে আশা করা হচ্ছে।

স্টোরেজ: এই ফোনটিতে 12GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ থাকবে।

ক্যামেরা: Vivo X90s ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 12-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা লেন্স রয়েছে বলে জানা গেছে। সেলফির জন্য এই ফোনে একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া যেতে পারে।

ব্যাটারি: এই মোবাইল ফোনটিতে একটি 4,810mAh ব্যাটারি থাকবে যা 100W চার্জিং সাপোর্ট করবে।

কানেক্টিভিটি: Wi-Fi 7 কানেক্টিভিটি, ডুয়াল সিম, ব্লুটুথের মতো ফিচারও এতে পাওয়া যাবে।

OS: এই ফোনটি অ্যান্ড্রয়েড13 বেসড OriginOS 3.0 এ রান করবে।

সিকিউরিটি: সিকিউরিটির জন্য এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার থাকবে।

You might also like!