Technology

2 years ago

Yamaha RX ভারতে আসছে নতুন রূপে,200 cc ইঞ্জিন নিয়ে আসছে Yamaha RX 100

Yamaha RX 100 is coming in a new form..
Yamaha RX 100 is coming in a new form..

 


দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএকটা সময় ছিল যখন ভারতের রাস্তায় দাড়িয়ে বেড়াতে Yamaha RX 100। এক কথায় বলা চলে রয়েল এনফিল্ড বুলেট এবং এসকোর্স গ্রুপের রাজদূতকে পুরোপুরিভাবে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল Yamaha সংস্থার এই বাইকটি। তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়স্ক মানুষ সকলেরই প্রথম পছন্দ ছিল Yamaha RX 100।মডিফাই করে আজও ইয়ামাহার এই স্পোর্টি লুকের মোটরসাইকেলটি অনেকেই চালান, নিয়মিত রাস্তায়ও নিয়ে বেরোন। বিগত বেশ কিছু মাস ধরে জল্পনা চলছিল, Yamaha RX 100 বাইকটি নতুন রূপে দেশের বাজারে ফিরতে পারে। এবার আর জল্পনা নয়। নিশ্চিত বার্তা মিলল যে, বাইকটি খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে।

Yamaha বিশ্বাস করে, তাদের RX 100 বাইকের একটা বড় ফ্যানবেস আছে ভারতে। আর সেই কারণেই বাইকটির পরবর্তী জেনারেশনের মডেল নিয়ে কাজ করতে লেগেছে Yamaha। যদিও কবে নাগাদ এই বাইকটি ভারতে লঞ্চ করা হতে পারে, সে বিষয়ে কোনও নিশ্চিত বার্তা এখনও কোম্পানির তরফে দেওয়া হয়নি। Yamaha RX 100 যে ভারতে আসছে, তাই এখন সবথেকে বড় খবর।

বাইকের রিলঞ্চ অর্থাৎ Yamaha RX 100-এর নবরূপে আগমন সম্পর্কে ইয়ামাহা ইন্ডিয়ার চেয়ারম্যান ইশিন চিহানা বলেন, “Yamaha RX100 ভারতের জন্য একটি বিশেষ মডেল ছিল। বাইকের স্টাইলিং, হালকা ওজন, শক্তি এবং যে শব্দ বাইকটি তৈরি করে, তা অনেকেরই মন জিতে নিয়েছিল। এখন আমরা জনপ্রিয় সেই বাইকের একটা নতুন প্রজন্ম তৈরি করতে গেলে তার ইঞ্জিন অন্তত 200cc করতে হবে। তাতেও যে শব্দটা আগের মতোই হবে, এমন কোনও নিশ্চয়তা এখনও পর্যন্ত নেই।”

১০০ সিসির এই বাইক আজও অনেকেরই পছন্দের শুধু তাই নয় এখনও অনেকের কাছেই রয়েছে এই বাইক। অন্যদিকে অনেক যুবক রয়েছে যারা এই বাইককে মডিফাই করে আবার নতুন করে রাস্তায় নামিয়েছে। তবে এবার Yamaha RX 100 প্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো সংস্থা। সম্প্রতি সংস্থার তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খুব দ্রুত আসতে চলেছে Yamaha RX 100 তবে এতে দেখতে পাওয়া যাবে না ১০০ সিসির ইঞ্জিন।


You might also like!