Technology

2 years ago

boAt Smart Ring:ভারতের মার্কেটে শীঘ্রই লঞ্চ হবে স্টাইলিশ BoAt Smart Ring

boAt Smart Ring
boAt Smart Ring

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ boAt একটি চমৎকার স্মার্ট রিং নিয়ে হাজির হল। ফিটনেস এবং হেলথ ট্র্যাকার হিসেবে কাজ করবে সেই boAt Smart Ring। দিনে কতটা পথ হেঁটেছেন, হার্ট রেট কত আপনার, এমনই যাবতীয় সব তথ্য জানাবে স্মার্ট রিংটি। প্রসঙ্গত, ভারতে প্রথম স্মার্ট রিং নিয়ে আসে আলট্রাহিউম্যান নামের একটি সংস্থা, যাকে এই সেগমেন্টের পথিকৃত বলা হয়। boAt, যারা বিগত কিছু বছরে দেশে একের পর এক স্মার্টওয়াচ এবং ইয়ারফোন নিয়ে এসেছে, তারাও এবার স্মার্ট রিং লঞ্চ করে একপ্রকার চমক দিল।এটি সেরামিক এবং ধাতু দিয়ে তৈরি। অত্যাধুনিক ডিজাইনের Boat কোম্পানির এই স্মার্ট রিং-এর মধ্যে থাকবে হার্ট রেট মনিটরিং, SpO2 ট্র্যাকিং এবং স্লিপ ট্র্যাকিংয়ের মতো স্বাস্থ্য সংক্রান্ত ট্র্যাকিং ফিচার। এছাড়াও গ্রাহকদের শরীরের তাপমাত্রা নিরীক্ষণ করার জন্য রিংটিতে একটি টেম্পারেচার সেন্সর রাখা হয়েছে। এতে স্টেপ ট্র্যাকিংয়ের মতো ফিচারও রয়েছে, যা আধুনিক স্মার্টওয়াচে পাওয়া যায়।

boAt এখনও তাদের স্মার্ট রিংয়ের লঞ্চ ডেট প্রকাশ করেনি। অনুমান করা হচ্ছে যে আগস্ট মাসে এই Ring টি মার্কেটে পাওয়া যাবে। তবে কোম্পানির তরফে জানানো হয়েছে যে BoAt Smart Ring টি সাশ্রয়ী দামে লঞ্চ হবে এবং এটি শপিং সাইট Amazon এবং Flipkart থেকে কেনা যাবে।

boAt Smart Ring-এর ফিচার এবং স্পেসিফিকেশন

Activity Tracking: নাম থেকেই বোঝা যাচ্ছে যে boAt এর এই Smart Ring টি ইউজারদের দৈনন্দিন ফিজিক্যাল মুভমেন্ট ট্র্যাক করবে।

Heart Rate Monitoring: এই Smart Ring হার্ট রেট সেন্সর সাপোর্ট করবে। সাধারণ রুটিন থেকে শুরু করে ওয়ার্কআউটের সময়ও এই এই Ring টি পরলে Heart Rate সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

Body Recovery Tracking: হার্ট রেটে পরিবর্তন এবং দৈনন্দিন রুটিনের পরিবর্তনগুলি ট্র্যাক করার পাশাপাশি, এই Smart Ring টি ইউজারের শরীরে হওয়া সামগ্রিক পরিবর্তনগুলি চিহ্নিত করবে এবং তা পজিটিভ কিনা সেটাও জানাবে।

Body Temperature Monitoring: boAt Smart Ring শরীরের তাপমাত্রাও পরিমাপ করবে। অত্যধিক ঠান্ডা বা গরম হলে সেটাও জানিয়ে দেবে। তবে Smart Ring টি থার্মোমিটারের কাজ করবে কি না সেটা এখনও স্পষ্ট নয়।

SpO2 Monitoring: এই স্মার্ট রিং-এ SpO2 মিটারও দেওয়া আছে। এটিকে গ্লুকোমিটারও বলা হয় যা রক্তে উপস্থিত অক্সিজেনের মাত্রা পরিমাপ করে নিঃশ্বাসের সাথে সম্পর্কিত সমস্যা সনাক্ত করতে সাহায্য করে।

Sleep Monitoring: এই Ring এর সাহায্যে আপনার Sleep Monitoring করা যাবে। স্লিপ প্যাটার্ন থেকে আপনি কত ঘন্টা ঘুমিয়েছেন ইত্যাদি এতে রেকর্ড করা যাবে।

Menstrual Tracker: মহিলা ইউজারদের জন্য এই boAt smart ring টি মাসিক চক্রের সুবিধাও সরবরাহ করবে, যা এটি ট্র্যাক করার পাশাপাশি নোটিফিকেশন এবং রিমাইন্ডারের মাধ্যমে এটি সম্পর্কে তথ্য দেবে।

You might also like!