Technology

2 years ago

Oppo Reno 10 Series সিরিজের ডিজাইন কেমন হবে দেখুন লঞ্চের আগেই

Oppo Reno 10 Series
Oppo Reno 10 Series

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভারতে ওপ্পো রেনো ১০ সিরিজ (Oppo Reno 10 Series) লঞ্চের সম্ভাব্য সময় ফাঁস হয়েছে অনলাইনে। এর আগে চিনে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ১০ সিরিজ। জানা গিয়েছে, ওপ্পো রেনো ১০ সিরিজে রয়েছে রেনো ১০ (Oppo Reno 10), রেনো ১০ প্রো (Oppo Reno 10 Pro) এবং রেনো ১০ প্রো প্লাস ৫জি (Oppo Reno 10 Pro Plus 5G) ফোন। ওপ্পো সংস্থা তাদের রেনো ১০ সিরিজের ভারতে লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে এক টিপস্টার এই স্মার্টফোন সিরিজের লঞ্চের পাশাপাশি র‍্যাম, স্টোরেজ, রঙ সম্পর্কেও আভাস দিয়েছেন। টিপস্টার পারস গগলানির কথায়, ওপ্পো রেনো ১০ সিরিজ জুনের তৃতীয় সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে। Silver Grey, Confidential Black, Dream Gold- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন সিরিজের তিনটি ফোন। 

OPPO Reno10 সিরিজের ডিজাইন

আমরা এর আগে জানিয়েছিলাম ভারতে শুধুমাত্র Reno10 Pro+ এর ডিজাইন চাইনিজ মডেলের মতো হবে। এবার লাইভ ইমেজ থেকে এই সম্ভাবনা আরও বৃদ্ধি পেয়েছে।

Reno10 Pro+ ফোনটি টোয়াইলাইট পার্পল এবং মুন সী ব্ল্যাক কালারে দেখা গেছে। ফোনটির ক্যামেরা মডিউলও চাইনিজ মডেলের মতোই দেখতে।

এতে 3ডি কার্ভড ডিজাইন থাকবে বলে জানা গেছে।

Reno10 এবং Reno10 Pro তে আলাদা আলাদা ধরনের ক্যামেরা ডিজাইন থাকবে বলে শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে নিশ্চিত করার জন্য আমাদের কাছে কোন ছবি নেই।

Reno10 প্রো সিরিজের স্পেসিফিকেশন (

OPPO Reno10 সিরিজের ক্যামেরা এবং চিপসেটের ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখা যাবে।

OPPO Reno10 ফোনটি স্ন্যাপড্রাগন 778G SoC এর বদলে MediaTek Dimensity 7050 চিপসেটে রান করবে। অন্যদিকে রেনো 10 ফোনটিতে এর চাইনিজ মডেলের চিপসেটই থাকবে। জানিয়ে রাখি এই ফোনটি চীনে মিডিয়াটেক ডায়মেনশন 8200 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

সিরিজের টপ এন্ড মডেল Reno10 Pro+ তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট থাকবে। এক্ষেত্রে কোন পরিবর্তন নেই অর্থাৎ ফোনটির চাইনিজ মডেলেও একই প্রসেসর ছিল।

আন্তর্জাতিক মার্কেটে ফোনগুলি ব্ল্যাক, ব্লু এবং পার্পল কালারে সেল করা হবে। গোল্ড কালার ভেরিয়েন্ট শুধুমাত্র চীনের জন্য এক্সক্লুসিভ পেশ করা হয়েছে।

এই তিনটি ফোনেই টেলিফটো লেন্স থাকবে বলে জানা গেছে।

You might also like!