Technology

2 years ago

Redmi 12 স্মার্টফোন, জেনে নিন লঞ্চ ডিটেইলস

Redmi 12
Redmi 12

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃRedmi India তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে ফোনটির লঞ্চ ডিটেইলস জানিয়েছে। টিজার ইমেজ শেয়ার করে জানানো হয়েছে যে Redmi 12 ভারতে 1 আগস্ট লঞ্চ হবে। এই ফোনটির লঞ্চ পোস্টারে বলিউড অভিনেত্রী দিশা পাটানি রয়েছেন। লঞ্চের তারিখ ঘোষণা করার পাশাপাশি কোম্পানি Redmi 12 প্রোডাক্ট পেজটিও লাইভ করেছে,  কোম্পানির তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে Redmi 12 ফোনটি 1 আগস্ট ভারতে লঞ্চ হবে।যেখানে ফোন লঞ্চ সংক্রান্ত আপডেট দেওয়া হবে এবং এর ফিচার ও স্পেসিফিকেশন উল্লেখ করা হবে।

Redmi 12 ফোনের স্পেসিফিকেশন 

ডিসপ্লে – আন্তর্জাতিক মার্কেটে এই ফোনটি 1080 x 2400 পিক্সেল রেজলিউশন এবং একটি 6.79-ইঞ্চি Full স্ক্রিন সহ লঞ্চ হয়েছে। এই স্ক্রিনটি LCD প্যানেলে নির্মিত এবং 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। 

ক্যামেরা – ফটোগ্রাফির জন্য এই ফোনে F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর রয়েছে, যা 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সের সাথে কাজ করে।এই ফোনের ফ্রন্ট প্যানেলে একটি 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর রয়েছে।

প্রসেসর – এই ফোনটি Android 12 বেসড MIUI 14 এ রান করে। কোম্পানি এই ফোনে MediaTek Helio G88 প্রসেসর দিয়েছে। এই ফোনটি 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত এই প্রসেসরটি লো রেঞ্জে গেমিংয়ের জন্য বেশ ভাল বলে মনে করা হচ্ছে। এই ফোনে Mali-G52 2EEMC 2 GPU দেওয়া হয়েছে।

মেমরি – আন্তর্জাতিক মার্কেটে Redmi 12 ফোনটি 4GB RAM এর সঙ্গে 128GB মেমরি, 8GB RAM এর সঙ্গে 128GB মেমরি এবং 12GB RAM এর সঙ্গে 256 GB মেমরির সহ তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এছাড়াও এই ফোনে মাইক্রোএসডি কার্ডের সাপোর্ট রয়েছে।

ব্যাটারি – পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

কানেক্টিভিটি – ডেটা এবং কানেক্টিভিটির জন্য Redmi 12 ফোনে 4G LTE সহ ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, GPS এবং USB Type-C পোর্ট রয়েছে।

You might also like!