দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফোনটিকে এই মুহূর্তে পৃথিবীর সবথেকে দ্রুততম চার্জিং (Fast Charging) ক্ষমতাসম্পন্ন ফোন বলা হচ্ছে। সদ্যই এই ফোন হাজির হয়েছে Realme-র ঘরের মার্কেট অর্থাৎ চিনের বাজারে। GSM Arena-র রিপোর্ট অনুযায়ী, মাত্র 4 মিনিটের মাথায় ফোনটি 50% চার্জ হতে পারে।Realme GT Neo 5 Pro ফোনে 150W ফাস্ট চার্জিং রয়েছে, যা ফোনটিকে কয়েক মিনিটের মধ্যে 0 থেকে 100% পর্যন্ত চার্জ করতে পারে। এই Realme ফোনটি 2,450mAh ডুয়াল সেল ব্যাটারি সাপোর্ট করবে। এই দুটি ব্যাটারির সম্মিলিত পাওয়ার GT Neo 5 Pro ফোনে 5,000mAh ব্যাটারি পাওয়ার প্রদান করবে।
এই ফোনের আরেকটি মডেল মার্কেটে লঞ্চ হতে পারে যা 100W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। এটি Neo 5 Pro-এর একটি ডাউন ভার্সন হবে।Realme GT Neo 5 Pro সম্পর্কিত এই লিক রিপোর্টটি চীনা ওয়েবসাইট ডিজিটাল চ্যাট স্টেশনের মাধ্যমে প্রকাশিত হয়েছে।
Realme GT Neo 5 Pro ফোনের স্পেসিফিকেশন
স্ক্রিন: Realme GT Neo 5 Pro ফোনটি 6.74 ইঞ্চি ডিসপ্লে সহ লঞ্চ হবে যা 1.5K রেজলিউশন সাপোর্ট করবে। এই ফোনে OLED প্যানেল থাকতে পারে যা 144Hz রিফ্রেশরেটে কাজ করবে।
OS: Realme GT Neo 5 Pro Android 13 অপারেটিং সিস্টেমে লঞ্চ হতে পারে, যার উপরে Realme UI কাস্টম স্ক্রিন দেখা যাবে।
প্রসেসর: GT Neo 5 Pro ফোনে Qualcomm Snapdragon 8 Gen 2 Octacore প্রসেসর থাকতে পারে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno GPU থাকবে।
মেমরি: লিক রিপোর্ট অনুযায়ী Realme ফোনের সবচেয়ে বড় ভেরিয়েন্টে 16GB RAM মেমরি দেওয়া হবে। এর সাথে এই ফোনটি 512GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Realme GT Neo 5 Pro ফোনে 50 মেগাপিক্সেল Sony IMX980 প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া যেতে পারে যা OIS ফিচার সাপোর্ট করবে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT Neo 5 Pro ফোনে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে, যার সাথে 100 W এবং 150 W চার্জিং অপশন থাকবে।