দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ OnePlusপ্রথম Foldable ফোন বাজারে লঞ্চ করার প্রস্তুতি চলছে। আগেই জানা গিয়েছিল যে এই বছরই এই কোম্পানির তরফে তাদের প্রথম Foldable ফোন নিয়ে আসা হবে বাজারে। এবার প্রকাশ্যে এল এই ফোনের সম্ভাব্য লঞ্চের সময়। OnePlus -এর তরফে কোনও ঘোষণা করার আগে বা তথ্য প্রকাশ্যে আসার আগেই এই ফোনের একাধিক ফিচার অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। OnePlus Fold প্রথমে মার্কিন বাজারে লঞ্চ করা হবে এবং এই লঞ্চ ইভেন্টটি 2023 সালের আগস্টে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে পারে।
কত দাম হবে এই ফোনের?
Samsung -এর তরফে লঞ্চ করা ফোল্ডিং ফোনগুলোর দাম 1.45 লাখ টাকার বেশি। Techno Phantom Fold ফোনটির দাম দেশে 88,888 টাকা রাখা হয়েছে তাও কোনও ব্যাংক অফার ছাড়া।অন্যদিকে মনে করা হচ্ছে OnePlus Fold ফোনটি দামের ক্ষেত্রে Pixel Fold -কে টক্কর দেবে। এই ফোনের দাম 1,799 ডলার বা 1.48 লাখ টাকা প্রায়।
OnePlus Fold ফোনের স্পেসিফিকেশন
স্ক্রিন: OnePlus Fold ফোনে 8-ইঞ্চি Quad HD + ডিসপ্লে দেওয়া হবে যা OLED প্যানেলে নির্মিত হবে। এই ফোনের বাইরের স্ক্রিন 6.5 ইঞ্চি হতে পারে, যা FHD + পিক্সেল রেজলিউশন এবং OLED প্যানেলে নির্মিত হবে। উভয় স্ক্রিনে 120Hz রিফ্রেশরেট দেখা যাবে।
প্রসেসর: OnePlus Fold ফোনে প্রসেসিংয়ের জন্য Qualcomm Snapdragon 8 Gen 2 Octacore প্রসেসর দেওয়া যেতে পারে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno GPU দেখা যাবে।
RAM + স্টোরেজ: OnePlus ফোল্ডেবল ফোনটি 16GB RAM মেমরি সহ লঞ্চ করা যেতে পারে, যেখানে 512 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া যেতে পারে। এই ফোনে LPDDR5 RAM এবং UFS 4.0 স্টোরেজ টেকনোলজি দেখা যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে যার মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেল OIS সেন্সর, 48 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 32 মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর থাকতে পারে। এই ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোল্ডেবল ফোনে 4,800mAh ব্যাটারি দেওয়া যেতে পারে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
OS: OnePlus Fold স্মার্টফোনটি Android 12 OS-এ লঞ্চ হতে পারে। এছাড়াও এই ফোল্ডেবল মোবাইল ফোনে অক্সিজেন OS 13.1 দেখা যাবে।