Technology

2 years ago

Maruti Engage MPV:ভারতের বাজারে লঞ্চ হয়েছে অফ-রোডার এসইউভি Maruti Engage MPV,থাকবে এই ফিচার

Maruti Engage MPV
Maruti Engage MPV

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআগামী কয়েক মাসের মধ্যে ভারতীয় বাজারে তাদের নতুন ফ্ল্যাগশিপ MPV আনার প্রস্তুতি নিচ্ছে। এই গাড়ি Toyota Innova Hycross MPV-এর উপর ভিত্তি করে তৈরি হবে, যার নাম হতে পারে Maruti Engage। কোম্পানি টয়োটা থেকে এই MPV তৈরি করবে।এবারে সংস্থাটি একটি নতুন তিন সারির সিট বিশিষ্ট একটি মাল্টিপারপাস ভেহিকেল বা এমপিভি (MPV) লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এটি মারুতি সুজুকি (Maruti Suzuki)-র এদেশে চতুর্থ এসইউভি মডেল। গাড়িটির নামকরণ করা হয়েছে Maruti Engage MPV।

Maruti Engage MPV: দাম কত হবে ?

Engage MPV ভারতে Maruti Suzuki থেকে সবচেয়ে দামি গাড়ি হতে চলেছে। এর বেস ভেরিয়েন্টটি ইনোভা হাইক্রসের তুলনায় কিছুটা বেশি সাশ্রয়ী হতে পারে। তবে এর টপ হাইব্রিড ভেরিয়েন্টটি ব্যয়বহুল হবে। এর এক্স-শোরুম দাম 18.20 লক্ষ থেকে 29.50 লক্ষ টাকার মধ্যে হতে পারে।

মারুতি এনগেজ ফিচার

Innova Hycross-এর মতো আসন্ন Maruti Engage-এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং হুইলবেস হবে যথাক্রমে ৪৭৫৫ মিমি, ১৮৪৫ মিমি, ১৭৯৫ মিমি ও ২৮৫০ মিমি। এক্সটেরিয়র স্টাইলিং ছাড়াও গাড়িটিতে তার রিব্যাজ ভার্সনের ইন্টেরিয়ার লেআউটে মিল প্রত্যক্ষ করা যাবে। তবে নতুন কালার স্কিম এবং স্টিয়ারিং হইলে সুজুকি ব্যাজিং সমেত হাজির হবে গাড়িটি।

Maruti Engage সংস্থার প্রথম গাড়ি যেটি অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম সমেত আসবে। অন্যান্য সেফটি ফিচার্স হিসাবে থাকবে ছয়টি এয়ারব্যাগ, ট্রাকশন কন্ট্রোল, ইবিডি সহ এবিএস, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, ব্লাইন্ড স্পট মনিটরিং, লেন কিপ অ্যাসিস্ট, লেন ডিপার্চার অ্যালার্ট, রিয়ার ক্রস ট্রাফিক এবং হাই বিম অ্যাসিস্ট।

গাড়িটি দুটি ইঞ্জিনের বিকল্পে অফার করা হবে – ২.০ লিটার অ্যাটকিনশন সাইকেল থেকে ১৮৪ বিএইচপি শক্তি উৎপন্ন হবে এবং ২.০ লিটার সিভিটি অটোমেটিক গিয়ারবক্স যুক্ত মোটর থেকে ১৭২ বিএইচপি শক্তি পাওয়া যাবে।


You might also like!