Technology

2 years ago

JioTag Bluetooth Tracker:এবার হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাবেন JioTag Bluetooth Tracker এর মাধ্যমে

JioTag Bluetooth Tracker
JioTag Bluetooth Tracker

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃদীর্ঘ জল্পনার পর এবার Apple AirTag-এর সাথে পাল্লা দিতে Reliance Jio নিয়ে এসেছে সম্পূর্ণ দেশীয় একটি বিকল্প। হ্যাঁ, আজ ভারতের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিটি JioTag নামের একটি দুর্দান্ত ব্লুটুথ ট্র্যাকিং ডিভাইস লঞ্চ করেছে যা Apple AirTag-কে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে পারে। JioTag-এর সমস্ত ফিচার বা কার্যকারিতা AirTag-এর মতোই, কিন্তু এর দাম অনেকটাই কম।

JioTag: কত দাম

Reliance Jio-র এই নতুন ট্র্যাকিং ডিভাইস অর্থাৎ JioTag-এর দাম ভারতে 749 টাকা। ট্র্যাকিং গ্যাজেটটি ক্রয় করতে ক্রেতাদের যেতে হবে রিলায়েন্স জিও-র অফিসিয়াল ওয়েবসাইটে। যদিও, এমনিতে ডিভাইসটির MRP 2,499 টাকা। প্রাথমিক ভাবে লঞ্চ অফারে এত কম দামে আপনার কাছে তা তুলে দেওয়া হবে। ক্যাশ অন ডেলিভারি অপশনেও এই ডিভাইস ক্রয় করতে পারবেন কাস্টমাররা। তবে, আপাতত দেশের সিলেক্টেড কিছু পিন কোডেই ডিভাইসটি পৌঁছে দিতে পারবে Reliance Jio। সেই জায়গায় Apple AirTag কিন্তু অনেকটাই দামি। এয়ারট্যাগের দাম ভারতে 3,490 টাকা।

JioTag এর স্পেসিফিকেশন এবং ফিচার

JioTag ডিভাইস এবং Accessories গুলির জন্য একটি ব্লুটুথ ট্র্যাকার হিসাবে কাজ করে।

এই ডিভাইসটির ওজন 9.5 গ্রাম এবং সাইজ 3.82 x 3.82 x 0.72 সেমি।

ইউজাররা এই ডিভাইসটি তাদের স্মার্টফোনে JioThings অ্যাপের সাথে সহজেই সংযুক্ত করতে পারেন এবং ট্যাগটি তাদের ওয়ালেট, হ্যান্ডব্যাগে অথবা অথবা অন্য কোন ব্যক্তিগত আইটেম ট্র্যাক করার জন্য যুক্ত করতে পারেন।

Jio বক্সে একটি অতিরিক্ত ব্যাটারি এবং ডোরি কেবল পাওয়া যাবে।

ওয়েবসাইট অনুসারে এই ডিভাইসটি একটি CR2032 ব্যাটারি রয়েছে, যা এক বছরের ব্যাকআপ অফার করে।

এছাড়াও JioTag ঘরের ভেতরে 20 মিটার পর্যন্ত এবং বাইরে 50 মিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করে।

এটি Bluetooth 5.1 কানেক্টিভিটি অপশন ব্যবহার করে স্মার্টফোনের সাথে সংযুক্ত করা যেতে পারে।

আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোন খোঁজার জন্য JioTag ব্যবহার করা যেতে পারে। এমনকি Silent মোডে ফোন রিং করতে JioTag-এ দুবার হালকা ক্লিক করলেই হবে। ইউজাররা ওয়ালেট, চাবি বা অন্যান্য জিনিসপত্র রেখে গেলেও jioTag তাদের সতর্ক করবে।  

You might also like!