দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জুলাইয়ের শুরুতেই দেশের গাড়ির বাজারে Invicto লঞ্চ করতে চলেছে Maruti Suzuki। এই মডেলের মাধ্যমেই দেশে প্রিমিয়াম গাড়ির সেগমেন্টে প্রবেশ করতে চলেছে দেশের শীর্ষ গাড়ি প্রস্তুতকারী সংস্থা। নবনির্মিত এই মাল্টি-পারপাস ভেহিকেলটি এখনও পর্যন্ত মারুতির পক্ষ থেকে নির্মিত সবথেকে দামি গাড়ি হতে চলেছে। ইতিমধ্যেই দেশের গাড়ি বাজারে ক্রেতাদের মধ্যে চাপা উত্তেজনা লক্ষ্যনীয় হয়েছে গাড়িটির জন্য। ওয়াকিবহাল মহলের মতে, গাড়িপ্রেমীদের জন্য রয়েছে সুখবর। ইতিমধ্যেই মারুতি তার 3-রো প্রিমিয়াম গাড়িটির জন্য NEXA চ্যানেলে আগ্রিম বুকিং গ্রহণ করা শুরু করে দিয়েছে
। সূত্রের খবর, বুকিং করার জন্য টোকেনের পরিমাণ রাখা হয়েছে 25,000 টাকা। ক্রেতারা মারুতি সুজুকির ডিলারশিপের কাছে কিংবা সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আজই আগ্রিম বুকিং করে নিতে পারেন।গত সপ্তাহেই মারুতির পক্ষ থেকে গাড়িটির বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য ফাঁস করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্যানোরামিক সানরুফ, রিয়ার সানসেড, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, পাওয়ার সিট, ৩৬০ ডিগ্রি পার্কিং ক্যামেরা, ইত্যাদি। গত মাসের ১৯ তারিখ থেকে Invicto এর অগ্রিম বুকিং নেওয়া শুরু করে দিয়েছে এই ইন্দো-জাপানি গাড়ি নির্মাতা।ইন্টারনেটের দুনিয়ায় এর বিভিন্ন ছবি ও ভিডিও ফাঁস হতে দেখা গিয়েছে। এখনো পর্যন্ত পাওয়া তথ্যসূত্র অনুযায়ী মারুতি সুজুকি Invicto এর দাম হবে ২০ লাখ টাকার উপরে যা মারুতের ইতিহাসে সর্বাধিক।
Maruti Suzuki Invicto: ইঞ্জিন স্পেসিফিকেশন
এছাড়াও মারুতি সুজুকির পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের এই নতুন মাল্টিপারপাস ভেহিকেলে থাকবে টয়োটা ইনোভা হাইক্রসের ২.০ লিটারের স্ট্রং হাইব্রিড ইঞ্জিন। e-CVT ট্রান্সমিশন যুক্ত এই ইঞ্জিনটি সর্বোচ্চ ১৮৩ এইচপি শক্তি উৎপন্ন করতে সক্ষম। হাইব্রিড প্রযুক্তি থাকায় এর মাইলেজ তুলনামূলকভাবে বেশিই থাকবে। এছাড়াও এই গাড়িটিতে আরো একটি ২.০ লিটারের পেট্রোল ইঞ্জিনের অপশন থাকার সম্ভাবনা রয়েছে। পেট্রোল চালিত ইঞ্জিনটি থেকে উৎপাদিত শক্তি ১৭৩ এইচপি। এমনকি এই গাড়িটি মারুতির প্রথম গাড়ি যেখানে কেবলমাত্র অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম উপলব্ধ রয়েছে।