Technology

2 years ago

Lava Agni 2 5G : ভারতে এন্ট্রি করল লাভা এর নতুন স্মার্টফোন Lava Agni 2 5G

Lava Agni 2 5G
Lava Agni 2 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Lava ভারতের বাজারে তার লেটেস্ট 5G স্মার্টফোন Lava Agni 2 5G লঞ্চ করে দিয়েছে। কোম্পানির এই নতুন ফোন Agni সিরিজের আওতায় আনা হয়েছে। ফোনে 6.78-ইঞ্চি AMOLED কার্ভড ডিসপ্লে অফার করা হয়েছে। এছাড়া ফোনটি 5G কানেক্টিভিটি সহ আনা হয়েছ।

Lava Agni 2 5G স্পেসিফিকেশন

1. Agni 2 5G ফোনে 6.78-ইঞ্চি ফুলএইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লে রিফ্রেশ রেট 120Hz এবং 1.07 বিলিয়ন কালার ডেপথ সাপোর্ট করে।

 2. Lava Agni 2 5G ফোনরে ডিসপ্লের সাথে HDR, HDR10 এবং HDR 10+ এবং Widevine L1 সাপোর্ট দেওয়া হয়েছে।

 3. Lava Agni 2 5G ভারতের প্রথম স্মার্টফোন যা MediaTek Dimensity 7050 সহ লঞ্চ হয়েছে।

 4. ফোনে 8GB RAM সাপোর্ট দেওয়া, যার সাথে ভার্চুয়াল RAM দেওয়া হয়েছে। ফোনের মোট RAM 16B পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া, ফোনে 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।

5. ফটোগ্রাফির জন্য় ফোনে চারটি ক্যামেরা সেটআোপ দেওয়া হয়েছে। ফোনের প্রাইমারি ক্যামেরা হিসাবে থাকছে 50 মেগাপিক্সেল সেন্সর।

 6. লাভা অগ্নি 2 5G ফোনটি 4700mAh ব্যাটারি এবং 66W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, যার সাথে কোম্পানি দাবি করছে যে ফোনটি 16 মিনিটে 50 শতাংশ চার্জ করতে পারবে। 

7. Lava Agni 2 5G ফোনটি Android 13.0 এর সাথে চালু করা হয়েছে। কোম্পানি ফোনে তিন বছরের সিকিউরিটি আপডেট এবং দুই বছরের Android Update অফার করছে।

You might also like!