Technology

2 years ago

iQOO Z7 Pro 5G ফোনের জেনে নিন ডিটেইলস

iQOO Z7 Pro 5G
iQOO Z7 Pro 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গেমারদের জন্য তো এই ফোনে অজস্র সুবিধা থাকছেই পাশাপাশি যারা মাল্টি টাস্কিং এবং ক্যামেরা বেশি ব্যবহার করতে চান তারাও খুব একটা নিরাশ হবে না এই ফোনের উপর। দেরি না করে তাহলে চলুন স্মার্টফোনের কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

iQOO Z7 Pro 5G ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা যেতে পারে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 8GB র‍্যামের সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, যার দাম 22,990 টাকা হতে পারে। iQOO Z7 Pro 5G ফোনের 12GB RAM ভেরিয়েন্টটি 24,990 টাকা দামে লঞ্চ করা যেতে পারে, যার মধ্যে 256GB স্টোরেজ থাকবে।

স্ক্রিন: এই ফোনটি 6.78-ইঞ্চি FullHD + কার্ভড AMOLED ডিসপ্লেতে লঞ্চ করা যেতে পারে যেখানে 120Hz রিফ্রেশরেট দেখা যাবে। এটি একটি পাঞ্চ-হোল স্টাইলযুক্ত স্ক্রিন হবে যার উপর একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাওয়া যাবে।

প্রসেসর: iQOO Z7 Pro 5G ফোনটি Android 13 বেসড FuntouchOS 13 এ লঞ্চ করা যেতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী প্রসেসিংয়ের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 782G octa-core প্রসেসর দেখা যাবে।

মেমরি: এই নতুন iQOO ফোনটি ভারতে দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা যেতে পারে। এর বেস ভেরিয়েন্টে 8GB র‍্যাম দেওয়া যেতে পারে এবং বড় ভেরিয়েন্টে 12GB RAM দেখা যাবে। স্টোরেজের জন্য এই ফোনে 128 GB মেমরি এবং 256GB মেমরি দেওয়া যেতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য iQOO Z7 Pro 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে একটি 2-মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স এবং একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর পাওয়া যাবে। যেখানে ফ্রন্ট প্যানেলে 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর থাকতে পারে বলে জানা গেছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,600mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে যা 66W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে।

You might also like!