দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ OPPO A78 4G ফোনটি আলোচনার বিষয় হয়ে রয়েছে। তবে 5G জমানায় নতুন করে 4G স্মার্টফোন আনলে, তার দাম যে অনেকটাই কম হবে, তা আর বলার অপেক্ষা থাকে না। লঞ্চের আগেই অনেক সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনটি দেখা গিয়েছে। ফোনটির ফাঁস হওয়া রেন্ডারে ডিজাইন থেকে শুরু করে ফিচার ও স্পেসিফিকেশন সব কিছুই সামনে এসেছে। টিপস্টার সুধাংশু সেই রেন্ডার শেয়ার করে আরও অনেক তথ্য দিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক OPPO A78 4G-এর স্পেসিফিকেশন ও ফিচার।
রেন্ডারিং অনুযায়ী, Oppo A78 4G সবুজ এবং কালো রঙের অপশনে বাজারে আসবে। তবে জানুয়ারিতে আসা 5G মডেলের দাম 18,999 টাকা। যেহেতু এটি একটি 4G মডেল, তাই এর দাম আগের মডেলের তুলনায় অনেকটাই কম হবে বলে আশা করা হচ্ছে।। ইউজাররা এই ফোনটি মিস্টি ব্ল্যাক এবং অ্যাকোয়া গ্রিনের মতো দুটি কালার অপশনে পাবেন। এই ডিভাইসটির ডিসপ্লেতে পাঞ্চ হোল কাটআউট দেখা যাবে যেখানে ফ্রন্ট ক্যামেরা থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে একটি বড় ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। যেখানে দুটি বৃত্তাকার কাটআউটে LED ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা দেখা যাবে।
OPPO A78 4G ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনটিতে একটি 6.43-ইঞ্চি AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। যেখানে ফুল HD+ 1080 x 2400 পিক্সেল রেজলিউশন এবং 90Hz রিফ্রেশরেট থাকবে।
প্রসেসর: Oppo-এর নতুন মিড-রেঞ্জ ফোনে Qualcomm Snapdragon 680 প্রসেসর দেওয়া যেতে পারে।
স্টোরেজ: এই ডিভাইসটি 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। এর সাথে ইন্টারনাল স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড স্লট এবং 8GB ভার্চুয়াল র্যাম সাপোর্টও পাওয়া যাবে অর্থাৎ ইউজাররা 16GB পর্যন্ত RAM পাওয়ার এবং 1TB পর্যন্ত স্টোরেজ পাবেন।
ব্যাটারি: Oppo A78 4G ফোনে 5000mAh ব্যাটারি থাকতে পারে যা 67W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। লিক রিপোর্টে দাবি করা হয়েছে যে এই ডিভাইসটি 30 মিনিটে 76 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।
ক্যামেরা: এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে বলে অনুমান করা হচ্ছে। যার মধ্যে 50MP প্রাইমারি এবং 2MP লেন্স পাওয়া যাবে। এই ক্যামেরাটিতে আল্ট্রা-ক্লিয়ার ইমেজ মোড, ডুয়াল-ভিউ ভিডিও মোড এবং ফ্লেয়ার পোর্ট্রেট মোড থাকবে। সেলফির জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
OS: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 বেসড ColorOS 13.1-এ রান করতে পারে।
অন্যান্য: এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্পিকার, আল্ট্রা-ভলিউম মোডের মতো ফিচারও থাকবে।
ওজন এবং ডায়মেনশন: Oppo A78 ফোনের ওজন প্রায় 183 গ্রাম হতে পারে এবং ডায়মেনশন 7.93 mm হতে পারে।