Technology

2 years ago

itel A60S স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Itel A60S
Itel A60S

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইটেল (Itel A60s) সংস্থা তাদের বাজেট স্মার্টফোনের (Budget Smartphone) জন্য ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে ভারতে। কম দামে ভাল ফিচার সম্পন্ন লঞ্চ করে এই সংস্থা। চিনের এই কোম্পানির বেশিরভাগ ফোনের দাম অতত বেস মডেলের দাম ১০ হাজার টাকার কমই থাকে।শোনা যাচ্ছে, এবার তারই একটি আপগ্রেডেড ভার্সান আইটেল এ৬০এস ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোনের দাম হবে ৭ হাজার টাকারও কম। এই পোস্টে আপনাদের এই ফোনের স্পেসিফিকেশন এবং লঞ্চ ডিটেইলস সম্পর্কে জানানো হল। 


itel a60s ফোনের স্পেসিফিকেশন

ডিজাইন: Itel A60S ফোনে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেখা গেছে। এই ফোনের ব্যাক প্যানেলে চমৎকার ডিজাইন এবং বড় স্কোয়ার আকারের ক্যামেরা মডিউল দেখা গেছে। যার মধ্যে দুটি ক্যামেরা একটি LED ফ্ল্যাশ ইউনিট রয়েছে। এই ফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।

স্টোরেজ: Amazon এর তালিকা থেকে জানা গেছে যে Itel A60s ফোনটিতে 4GB RAM এবং 4GB ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট থাকবে অর্থাৎ ইউজাররা 8GB পর্যন্ত RAM সাপোর্ট পাবেন। এই ডিভাইসটিতে 64 জিবি ইন্টারনাল স্টোরেজও দেওয়া হবে।

ডিসপ্লে: itel A60S গত সপ্তাহে নাইজেরিয়াতে লঞ্চ হয়েছিল। যেখানে এই ফোনটি 6.6 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে। যা 720 x 1600 এর পিক্সেল রেজলিউশন প্রদান করে।

প্রসেসর: itel A60S ফোনটি Unisoc SC9863A1 প্রসেসর দ্বারা চালিত যা 1.6GHz ক্লক স্পিডে রান করে।

ক্যামেরা: এই ডিভাইসটিতে 8 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 5-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা লেন্স রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে।

অন্যান্য: অন্যান্য ফিচারের কথা বলতে গেলে এই ডিভাইসটিতে মাইক্রো এসডি কার্ড স্লট, Wi-Fi, Bluetooth, ডুয়াল সিমের মতো ফিচার রয়েছে।

You might also like!