Technology

2 years ago

PhonePe- মাধ্যমে জমা করা যায় Income Tax, জেনে নিন পদ্ধতি

Income Tax can be deposited through PhonePe, know the method
Income Tax can be deposited through PhonePe, know the method

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ PhonePe তাদের Android এবং iOS অ্যাপের মাধ্যমে Income Tax জমা করার ফিচার পেশ করেছে।  ট্যাক্স পেয়াররা সময় মতো অত্যন্ত সহজেই ট্যাক্স জমা করতে পারবেন। মাত্র কয়েকটি ট্যাপের মাধ্যমেই সেল্ফ অ্যাসেসমেন্ট এবং অ্যাডভান্স ট্যাক্স জমা করা যায়। আয়কর জমা করার জন্য ইউপিআই এবং ক্রেডিট কার্ডও ব্যাবহার করা যায়। PhonePe জানিয়েছে ক্রেডিট কার্ড ইউজারদের 45 দিনের ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড দেওয়া হবে এবং তাঁরা তাদের ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্টের ওপর রিওয়ার্ড পয়েন্টও পাবেন।

PhonePe-এর মাধ্যমে ইনকাম ট্যাক্স কিভাবে পেমেন্ট করবেন?

স্টেপ-1: PhonePe অ্যাপ ওপেন করুন এবং “রিচার্জ অ্যান্ড বিল পেমেন্ট” সেকশনে ইনকাম ট্যাক্স অপশন সিলেক্ট করুন।

স্টেপ-2: এরপর ইনকাম ট্যাক্স পেমেত টাইপ সিলেক্ট করুন। এবার সেল্ফ অ্যাসেসমেন্ট এবং অ্যাসেসমেন্ট ইয়ার বাছুন।

স্টেপ-3: এরপর ভেরিফিকেশনের জন্য 10 অঙ্কের PAN কার্ড নাম্বার দিন।

স্টেপ-4: এবার ট্যাক্স অ্যামাউন্ট লিখুন এবং পেমেন্ট পেজে যান।

স্টেপ-5: পেমেন্টের জন্য নিজের পছন্দের পদ্ধতি বাছাই করুন, এখানে UPI ও ক্রেডিট কার্ড অপশনও পাবেন।

স্টেপ-6: এরপর পেমেন্ট সাকসেসফুল হওয়ার ম্যাসেজের জন্য অপেক্ষা করুন।

PhonePe জানিয়েছে ট্যাক্স পেমেন্ট করার এক দিনের মধ্যে ইউজারদের একটি ইউনিক ট্রানজংকশন রেফারেন্স অর্থাৎ UTR নাম্বার দেওয়া হবে। ট্যাক্স পেমেন্ট চালান নাম্বার পেতে দুটি ওয়ার্কিং ডে লাগবে।

You might also like!