Technology

2 years ago

Sukanya Samriddhi : কেন্দ্রীয় সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা কীভাবে করবেন, কোথায় করবেন? জেনে নিন

Sukanya Samriddhi Account
Sukanya Samriddhi Account

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নাবালিকাদের জীবন সুরক্ষিত রাখা এবং উচ্চশিক্ষার সময় যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য করা হয় ‘সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট’ (Sukanya Samriddhi accounts)। নাবালিকার বয়স ২১ বছর পূর্ণ হলেই ওই অ্যাকাউন্ট নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। সেই সঙ্গে জমা টাকার পুরোটাই সুদসহ পাওয়া যাবে। এই প্রকল্পে ৭.৬ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এই অ্যাকাউন্ট মূলত করা যায় পোস্ট অফিসে।

এটি একটি ছোট সেভিংস স্কিম। সরকার প্রতি তিন মাস অন্তর এই প্রকল্পের সুদের হার নির্ধারণ করে। জুলাই থেকে সেপ্টেম্বর 2023 সালের ত্রৈমাসিকের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার (SSY সুদের হার) হল 8 শতাংশ অর্থাৎ আপনি এই সময়ে বার্ষিক 8 শতাংশ হারে সুদ পাবেন৷


জুলাই 2023- সেপ্টেম্বর 2023                 8.00%

এপ্রিল 2023 – জুন 2023                          8.00%

এপ্রিল 2020- মার্চ 2023                                 7.6 %

1 জানুয়ারি 2019 – 31 মার্চ 2019                 8.5 %

1 অক্টোবর 2018 – 31 ডিসেম্বর 2018 8.5 %

1 জুলাই 2018 – 30 সেপ্টেম্বর 2018         8.1 %

1 এপ্রিল 2018 – 30 জুম 2018                 8.1 %

1 জানুয়ারি 2018 – 31 মার্চ 2018              8.1 %


1. সুকন্যা যোজনার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

কন্যার বার্থ সার্টিফিকেট

আবেদনকারীর অভিভাবকের ফটো আইডি

আবেদনকারীর ঠিকানার প্রমাণ পত্র

KYC, PAN, ভোটার আইডি, আধার কার্ড ইত্যাদি।


2. আবেদন প্রক্রিয়া

সুকন্যা সমৃদ্ধি যোজনার আবেদনপত্র RBI ওয়েবসাইট, ভারতীয় পোস্টের ওয়েবসাইট, ব্যাঙ্কগুলির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে। তারপরে আপনাকে আবেদন ফর্মে শিশু, পিতামাতা বা আইনী অভিভাবক হিসাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে। 

প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার: মেয়ের নাম

জয়েন্ট হোল্ডার: পিতামাতা বা আইনী অভিভাবকের নাম।

জমা দেওয়ার টাকা

প্রারম্ভিক জমার জন্য টাকার চেক/ডিডি নম্বর এবং তারিখ

বার্থ সার্টিফিকেট সহ শিশুর জন্ম তারিখ

পিতামাতা বা আইনী অভিভাবকের আইডেনটিটি প্রুফ যেমন ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড ইত্যাদি।

বর্তমান এবং স্থায়ী ঠিকানা (যেমন পিতামাতা বা আইনী অভিভাবকের আইডি নথিতে দেখানো হয়েছে)

অন্যান্য KYC প্রুফ যেমন PAN, ভোটার আইডি কার্ড ইত্যাদি।


3. SSY অ্যাকাউন্ট কীভাবে খুলবেন

সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) অ্যাকাউন্টের জন্য বর্তমানে কোন অনলাইন অপশন নেই। আপনাকে ব্যাঙ্কের ওয়েবসাইট বা ভারতীয় পোস্ট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তারপর সেই ফর্মটি পূরণ করার পরে, আপনি আপনার নিকটস্থ পোস্ট অফিস বা ব্যাঙ্কে গিয়ে অফলাইনে সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে নীচের স্টেপগুলি অনুসরণ করতে হবে:

১. আপনার নিকটস্থ ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যান, যেখানে আপনি SSY অ্যাকাউন্ট খুলতে চান৷

২. SSY-এর জন্য আবেদনপত্র পূরণ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে।

৩. আপনি যে পরিমাণ টাকার অ্যাকাউন্ট খুলতে চান সেটা নগদ, চেক বা ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে পরিশোধ করতে পারেন।

৪.আপনি এই অ্যাকাউন্টে প্রতি বছর 250 থেকে 1.5 লক্ষ টাকা জমা করতে পারেন।

৫. আপনার পেমেন্ট ব্যাঙ্ক বা পোস্ট অফিস দ্বারা প্রসেস করা হবে।


4. SSY অ্যাকাউন্টের জন্য কীভাবে অনলাইন পেমেন্ট করবেন?

আপনি চাইলে SSY অ্যাকাউন্টের জন্য অনলাইনে পেমেন্ট করতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে আপনার স্মার্টফোনে IPPB অ্যাপ (ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ) ডাউনলোড করতে হবে। এর জন্য নিচের উল্লিখিত স্টেপক্ষেপগুলি অনুসরণ করতে হবে:

স্টেপ 1:  আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার IPPB অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করুন।

স্টেপ 2: আপনার IPPB অ্যাকাউন্টে লগইন করুন এবং ‘DOP প্রোডাক্ট’-এর অধীনে ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ নির্বাচন করুন।

স্টেপ 3: আপনার SSY অ্যাকাউন্ট নম্বর এবং কনজুমার আইডি লিখুন।

স্টেপ 4:– এখন আপনি যে পরিমাণ টাকা প্রদান করতে চান সেটা সিলেক্ট করুন এবং কিস্তির সময়কাল ঠিক করুন।

স্টেপ 5: পেমেন্টের রুটিন সেট আপ হয়ে গেলে IPPB আপনাকে জানানো হবে।

স্টেপ 6: যখনই আপনার IPPB অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা হবে তখন আপনাকে জানানো হবে।


5. সুকন্যা সমৃদ্ধি যোজনার যোগ্যতা

সুকন্যা সমৃদ্ধি যোজনায় একটি অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডগুলি হল:

পিতামাতা বা আইনি অভিভাবক 10 বছরের কম বয়সী শিশু কন্যার জন্য SSY অ্যাকাউন্ট খুলতে পারেন।

মেয়েটিকে ভারতীয় নাগরিক হতে হবে।

একটি পরিবারে দুটি মেয়ে সন্তানের জন্য সর্বাধিক দুটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

যমজ মেয়েদের ক্ষেত্রে, একটি তৃতীয় SSY অ্যাকাউন্ট খোলা যেতে পারে।


6.  ডিপোজিট লিমিট (2023)

সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে প্রতি বছর সর্বনিম্ন 250 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা জমা করতে পারেন। অ্যাকাউন্ট খোলার পরে, কমপক্ষে 15 বছরের জন্য প্রতি বছর ন্যূনতম পরিমাণ বিনিয়োগ করতে হবে। এর পর সুদ ম্যাচিউরিটি পর্যন্ত চলবে। 


7.যোজনার সময়কাল

এটি 21 বছর বয়স পর্যন্ত বা 18 বছর বয়সের পরে তার বিবাহ পর্যন্ত হতে পারে। তবে আপনাকে এই পরিকল্পনায় শুধুমাত্র 15 বছরের জন্য টাকা রাখতে হবে। তারপরে SSY অ্যাকাউন্টে সুদ জমা হতে থাকে, এমনকি এতে কোনো টাকা জমা না করলেও এটা হয়।

You might also like!