Technology

2 years ago

UPI অ্যাপস BHIM, Paytm, PhonePay, Gpay থেকে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

How to Check Bank Balance from UPI App BHIM, Paytm, PhonePe, Gpay
How to Check Bank Balance from UPI App BHIM, Paytm, PhonePe, Gpay

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কোন কিছু কেনার পরে পেমেন্ট করতে পারেন এবং প্রয়োজনে ফোন রিচার্জ কিংবা বিল পরিশোধ করার মতো কাজগুলিও সহজেই করা যায়। তবে এর জন্য ইউজারদের এই অ্যাপগুলির সাথে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। এছাড়াও BHIM, Paytm, GPay এবং PhonePe-এর সাথে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সও খুব সহজেই চেক করা যায়। এই পোস্টে আপনাদের এই অ্যাপগুলির মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার উপায় সম্পর্কে জানানো হল৷ 

BHIM অ্যাপ থেকে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার ফোনে BHIM অ্যাপ খুলতে হবে।

স্টেপ 2: সবার উপরে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে ক্লিক করতে হবে।

স্টেপ 3: আপনি যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট চেক করতে চান তার চেক ব্যালেন্সে ক্লিক করুন।

স্টেপ 4: আপনি UPI পিন দিলেই ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন।


Paytm এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: প্রথমে ফোনে Paytm অ্যাপ সিলেক্ট করতে হবে।

স্টেপ 2: তারপর আপনাকে ব্যালেন্স এবং হিস্ট্রি অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 3: এখানে আপনাকে ব্যাঙ্কের নামের সামনে চেক ব্যালেন্স বাটনে ট্যাপ করতে হবে।

স্টেপ 4: আপনি আপনার UPI পিন লিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।


GPay থেকে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার স্মার্টফোনে Google Pay অ্যাপ খুলতে হবে।

স্টেপ 2: হোম পেজে একটু নিচে স্ক্রোল করতে হবে এবং চেক ব্যাঙ্ক ব্যালেন্স বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ 3: UPI পিন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন।


PhonePe এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার ফোনে Phone Pe অ্যাপটি খুলতে হবে।

স্টেপ 2: হোম স্ক্রিনে মানি ট্রান্সফার বিভাগে আপনাকে চেক ব্যাঙ্ক ব্যালেন্স অপশনে ট্যাপ করতে হবে।

স্টেপ 3: তারপর ব্যাঙ্ক সিলেক্ট করে UPI পিন দিলেই ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন৷


ইউজাররা UPI ভিত্তিক অ্যাপ BHIM, Paytm, Google Pay এবং ফোনে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন। ডিজিটাল পেমেন্ট ছাড়াও ইউজাররা সহজেই যেকোন সময় অ্যাপের মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন এবং ট্রানজেকশন ডিটেইলস দেখতে পারবেন।

You might also like!