Technology

2 years ago

Instagram Reels-এ মিউজিক যোগ করার পদ্ধতি

How to Add Music to Instagram Reels
How to Add Music to Instagram Reels

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Instagram-এর নতুন এই ফিচার কনটেন্ট ক্রিয়েটরদের একসঙ্গে আরও ভালো কনটেন্ট তৈরিতে সাহায্য করবে। ইতিমধ্যেই Android ও iOS ডিভাইসে এই ফিচার চালু হয়ে গিয়েছে। নতুন Remix Reels ব্যবহার করতে আপনাকে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে Instagram অ্যাপ আপডেট করতে হবে।  বর্তমানে অডিও সহ রীলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। জানিয়ে রাখি ইনস্টাগ্রামে শর্ট ভিডিও পাব্লিশ করার জন্য রীল একটি অত্যন্ত সুন্দর প্ল্যাটফর্ম। এই পোস্টে ইনস্টাগ্রাম রীলে মিউজিক যোগ করার পদ্ধতি সম্পর্কে জানানো হল। 

Instagram Reels-এ মিউজিক যোগ করার পদ্ধতি

নিচে বলা 10টি পদ্ধতির মাধ্যমে ইউজাররা তাদের ইনস্টা রীলে অরিজিনাল অডিও বা মিউজিক যোগ করতে পারবেন।

স্টেপ-1: প্রথমে নিজের ডিভাইসে ইনস্টাগ্রাম অ্যাপ (Instagram app) ওপেন করুন।

স্টেপ-2: এরপর নিচের “+” আইকনে ট্যাপ করুন।

স্টেপ-3: এবার সাইড বার থেকে রীল অপশনে যেতে হবে এবং এখানে ইনস্টাগ্রাম ক্যামেরা ওপেন করতে হবে। ইনস্টাগ্রামে ক্যামেরা এবং মাইক্রোফোনের অ্যাক্সেস দিতে হবে।

স্টেপ-4: এখানে রীল করার জন্য স্ক্রিনের ওপরের দিকে অডিও বাটনে ট্যাপ করতে হবে।

স্টেপ-5: রীলে মিউজিক যোগ করার জন্য মিউজিক আইকনে ট্যাপ করুন।

স্টেপ-6: মিউজিক অ্যান্ড অডিও লিস্ট ব্রাউজ করুন বা নাম লিখে কোনও বিশেষ অডিও ট্র্যাক সার্চ করতে পারেন।

স্টেপ-7: নিজের পছন্দের অডিও ট্র্যাক খুঁজে পাওয়ার পর নিচের টাইমলাইন ডানদিকে বা বাঁদিকে স্লাইড করে অডিওর যে অংশ নিজের রীলে রাখতে চান সেটি সিলেক্ট করুন।

স্টেপ-8: নিজের পছন্দের অংশ সেট হয়ে গেলে স্ক্রিনের ওপরের ডানদিকের কোণায় Done অপশনে ট্যাপ করুন।

স্টেপ-9: রীলের এডিটিং হয়ে গেলে স্ক্রিনের নিচের ডানদিকের কোণায় নেক্সট বাটনে ট্যাপ করুন।

স্টেপ-10: এখানে নিজের রীলের সঙ্গে কোনও ক্যাপশন দিতে পারবেন, কভার এডিট করতে পারবেন এবং অন্যান্য ইউজারদের ট্যাগ করতে পারবেন। এরপর রীল পুরোপুরি তৈরি হয়ে গেলে নিচের ডানদিকে Share বাটনে ট্যাপ করুন।

You might also like!