Technology

2 years ago

Google Features: অনুবাদ করা এখন আরও সহজ, গুগল ভিত্তিক ফিচার এনে চমক Google Translate-র

Google Features:
Google Features:

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল হাজির করল নতুন টুল, টেক্স ইন ইমেজ। সংস্থা জানিয়েছে, এবার থেকে গুগল ট্রান্সলেটের ওয়েব ভার্সনে ছবি বা ইমেজে ব্যবহৃত লেখাও অনুবাদ করা যাবে। এতদিন পর্যন্ত অনুবাদ করা যেত টেক্সট টু টেক্সট, অর্থাৎ যে কোনও লেখা অনুবাদ করা যেত। এক্ষেত্রে কোনও ছবির মধ্যে লেখা অনুবাদ করতে অক্ষম ছিল সার্চ ইঞ্জিন গুগল। নতুন এই ফিচারটি অত্যন্ত সহজ ও ইউজার ফ্রেন্ডলি। এবার দেখে নিন কীভাবে গুগল ট্রান্সলেটরে ইমেজ ফাইল ব্যবহার করবেন?

ডেস্কটপে গুগল ট্রান্সলেট ওয়েবসাইট খুলুন

বাঁ দিকে ইমেজেস ট্যাবে ক্লিক করুন

যে ইমেজ বা ছবির লেখা অনুবাদ করতে চান সেটা ব্রাউজ করে সিলেক্ট করুন

কম্পিউটার থেকে যে কোনও jpg, jpeg, png ফাইল ট্রান্সলেট করার জন্য আপলোড করুন

একই সঙ্গে আসল ও ট্রান্সলেট করা ইমেজ স্ক্রিনে দেখতে পাবেন


You might also like!