Technology

2 years ago

Galaxy Tab S9 সিরিজ এবং ওয়াচ 6 সিরিজ, জেনে নিন ফিচার

Galaxy Tab S9 series and Watch 6 series, know the features
Galaxy Tab S9 series and Watch 6 series, know the features

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃস্যামসাঙ তাদের Samsung Galaxy Tab S9 সিরিজে 3টি ট্যাবলেট লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে যথাক্রমে গ্যালাক্সি ট্যাব S9, গ্যালাক্সি ট্যাব S9+ এবং গ্যালাক্সি ট্যাব S9 আলট্রা পেশ করা হয়েছে। এই তিনটি ট্যাবলেটেই সুন্দর ডিজাইনের পাশাপাশি অসাধারণ স্পেসিফিকেশন যোগ করা হয়েছে।সাউথ কোরিয়াতে আয়োজিত গ্যালাক্সি আনপ্যাক্ড ইভেন্টের মঞ্চে এই সমস্ত প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে। এই পোস্টে কোম্পানির লেটেস্ট ট্যাবলেট এবং ওয়াচের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

Galaxy Tab S9+

12.4 ইঞ্চির এমোলেড ডিসপ্লে

12GB RAM + 512GB স্টোরেজ

স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট

10090 এমএএইচ ব্যাটারি

গ্যালাক্সি ট্যাব S9 প্লাসে 12.4 ইঞ্চির ডায়নামিক এমোলেড 2x ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 120Hz রিফ্রেশরেট ফিচার আছে। এই ট্যাবলেটটিও স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেটে রান করে। মেমরি হিসাবে এতে 12GB RAM + 512GB স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়া এতে মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে 10090 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ট্যাবলেটে 13 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা আছে। এছাড়া সেলফির জন্য এতে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Galaxy Tab S9 Ultra

14.6 ইঞ্চির এমোলেড ডিসপ্লে

12GB RAM + 1TB স্টোরেজ

স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট

11200 এমএএইচ ব্যাটারি

টপ মডেল সালাক্সি ট্যাব S9 আলট্রাতে 14.6 ইঞ্চির ডায়নামিক এমোলেড 2x ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেটিও 120Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ট্যাবটিও কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেটে রান করে। এতে 16GB RAM এবং 1TB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ড স্লট তো আছেই।

দীর্ঘ সময় ধরে ব্যাটারি ব্যাকআপের জন্য এতে 11200 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ট্যাবে অসাধারণ 13 + 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং 12 + 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেটআপ রয়েছে।

জানিয়ে রাখি তিনটি ট্যাবেই 5G, 4G, ওয়াইফাই 6, ব্লুটুথ ভি 5.3 এর মতো কানেক্টিভিটি ফিচার আছে। এই ডিভাইস ব্যাগী এবং গ্রাফাইট কালারে সেল করা হবে। এছাড়া এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং S পেনের সুবিধা রয়েছে।

Galaxy Watch 6 সিরিজ

কোম্পানি তাদের গ্যালাক্সি ওয়াচ 6 সিরিজে দুটি মডেল পেশ করেছে। এই দুটি মডেলেও ইউজাররা দুটি আলাদা সাইজ অপশন পাবেন।

Galaxy Watch 6

কোম্পানি তাদের Galaxy Watch 6 এর 44mm এবং 40mm ডায়মেনশনযুক্ত দুটি মডেল পেশ করেছে। এই দুটি মডেলের ডিসপ্লে সাইজ যথাক্রমে 1.5 ইঞ্চি এবং 1.3 ইঞ্চি। এই দুটি ওয়াচেই এমোলেড স্ক্রিন রয়েছে। পারফরমেন্সের জন্য এতে Exynos W930 ডুয়েল কোর প্রসেসর দেওয়া হয়েছে। স্টোরেজ হিসাবে এতে 2GB RAM + 16GB স্টোরেজ যোগ করা হয়েছে।

এর মধ্যে 44mm মডেলে 425mAh এবং 40mm ওয়াচে 300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ফাস্ট চার্জিং ফিচারও রয়েছে। এই ওয়াচের 44mm মডেল সিলভার এবং গ্রাফাইট কালারে এবং 40mm মডেল গ্রাফাইট ও গোল্ড কালারে পেশ করা হয়েছে।

Galaxy Watch 6 ক্লাসিক

লেটেস্ট গ্যালাক্সি ওয়াচ 6 ক্লাসিক 47 এমএম এবং 43 এমএম সাইজে লঞ্চ করা হয়েছে। এতেও 1.5 ইঞ্চি এবং 1.3 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। পারফরমেন্সের জন্য এতে Exynos W930 ডুয়েল কোর প্রসেসর রয়েছে। এই ওয়াচে 2GB RAM + 16GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

এর মধ্যে 47mm ওয়াচে 425mAh এবং 43mm ওয়াচে 300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই দুটি ওয়াচে স্যামসাং বায়ো অ্যাক্টিভ সেন্সর, হার্ট রেট সেন্সর, spo2 মনিটরিং সহ অন্যান্য প্রয়োজনীয় ট্র্যাকিং ফিচার রয়েছে। এছাড়া এই দুটি ওয়াচই IP68 রেটিঙের সঙ্গে পেশ করা হয়েছে। এর ফলে এই ওয়াচ জল এবং ধূলোর হাত থেকে সুরক্ষিত থাকে।

You might also like!