নয়াদিল্লি : চাঁদের আরও কাছাকাছি পৌঁছেছে চন্দ্রযান-৩। চন্দ্রযান -৩ সোমবার চাঁদের চতুর্থ কক্ষপথে প্রবেশ করেছে । ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা - ইসরো ট্যুইট করে এই তথ্য জানিয়েছে।
ইসরো ট্যুইট করে জানায়, চন্দ্রযান-৩ চাঁদের চতুর্থ বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হয়েছে। আজ, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ এই কার্য সুসম্পন্ন হয়। পরবর্তী অপারেশন করা হবে এই মাসের ১৬ আগস্ট সকাল সাড়ে ৮টা নাগাদ। ইসরো সূত্রে জানা গিয়েছে, চন্দ্রযান-৩ আগামী ২৩ আগস্ট চাঁদে পৌঁছোবে। চাঁদের মাটিতে সঠিকভাবে চন্দ্রযান-৩ পৌঁছোলে, আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারত হবে চতুর্থ দেশ।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ায় চাঁদে সফলভাবে অবতরণের আগে বেশ কয়েকটি মহাকাশযান ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে সূত্রের তরফে জানা গিয়েছে।
২০১৩ সালে প্রথম চিনের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের মাটিতে পা রেখেছিল। ভারতে ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়েছিল।