Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

1 year ago

Blouse Ideas: সরস্বতীপুজোয় যেকোনো শাড়িতেই সুপার হিট এই ৪ স্টাইলিশ ব্লাউজ!

Stylish Blouse of Saraswati Puja (File Picture)
Stylish Blouse of Saraswati Puja (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সরস্বতীপুজো উপলক্ষে প্রত্যেক বঙ্গতনয়াই সুন্দর লুকের সন্ধান করেন, একটি অনবদ্য শাড়িতে আলাদা করে নজর কাড়তে চান। কিন্তু চোখ ধাঁধানো শাড়ির সঙ্গে যে মানানসই ব্লাউজও চাই, সে কথা ভুলে যান না নিশ্চয়ই! তাই আর দেরি না করে ঝটপট জেনে নিন কোন কোন ব্লাউজ কাছে রাখা মাস্ট।

শাড়ির সঙ্গে চাই ম্যাচিং ব্লাউজ

আপনি যতই জমকালো শাড়ি বেছে নেন না কেন, তার সঙ্গে যদি মানানসই ব্লাউজ না স্টাইল করেন, তাহলে আপনার লুকটাই অসম্পূর্ণ থেকে যাবে।

তাই সরস্বতীপুজোর দিন সুন্দরভাবে সেজে উঠতে পছন্দের শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজটিও রাখা জরুরি। কিন্তু আলাদা আলাদা শাড়ির সঙ্গে সব সময়ে ভিন্ন ব্লাউজ কেনা সম্ভব হয় না। তাই তো স্টাইলিশ কিছু চোলি কালেকশনে রাখা মাস্ট।

কুরুশের ব্লাউজ

বর্তমানে ফ্যাশন দুনিয়ায় কুরুশের আউটফিট বেশ ট্রেন্ডিং, তাহলে আপনিই বা কেন ট্রেন্ড থেকে পিছিয়ে থাকবেন? এই সরস্বতীপুজোয় অবশ্যই কাছে রাখুন একটি কুরুশের ব্লাউজ। আইভরি হোয়াইট রঙের কুরুশের ব্লাউজ যে কোনও শাড়ির সঙ্গে পরা যায়। এই ধরনের চোলি দেখতেও স্টাইলিশ আর আপনার লুককে এক অন্যরকম ছোঁয়া দেয়। তাই সেদিন লাইমলাইট কেড়ে নিতে এমন ব্লাউজ কালেকশনে রাখা চাই-ই!

লেসের চোলি

গত কয়েক বছরে এই ধরনের ব্লাউজ বিশেষ ভাবে পছন্দ করেছেন ফ্যাশনিস্তারা। এমনকী তারকাদের ওয়ারড্রোবেও জায়গা করে নিয়েছে এমন চোলি। তাই তো আপনার কাছেও লেসের ব্লাউজ থাকা চাই!

সরস্বতীপুজোয় একটি সুতির হ্যান্ডলুম শাড়ির সঙ্গে সাদা লেসের ব্লাউজ পরুন। আপনাকে এতটাই সুন্দর দেখতে লাগবে যে, চোখ ফেরানোই হবে দায়।

মিরর ব্লাউজ

আপনি কি পুজোর দিন শিফন শাড়ির পরার প্ল্যান করেছেন? তাহলে কিনে ফেলতে পারেন মিরর ব্লাউজ। এমন মিরর এমবেলিশড ব্লাউজ যে আপনাকে বেশ মানাবে, সে কথা তো আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আর সুন্দর কারুকার্য করা মিরর চোলি আপনার লুকে দেবে গ্ল্যামারাস ছোঁয়া!

হ্যান্ড ব্লক প্রিন্ট ব্লাউজ

এদিন যদি একরঙা সুতির শাড়িই পরতে পছন্দ করেন, তাহলে তার সঙ্গে স্টাইল করুন হ্যান্ড ব্লক প্রিন্ট ব্লাউজ। কারণ এমন একটি ব্লাউজ শুধুই আপনার শাড়ির সৌন্দর্যকে বাড়াবেন না, সেই সঙ্গে আপনার লুকেও দেবে অনবদ্য ছোঁয়া।

You might also like!