১) মেষ রাশিঃ সুযোগসন্ধানী ব্যক্তির থেকে সতর্ক থাকুন। দীর্ঘদিনের কোনও আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। রাজনীতিবিদদের জনসমর্থন বাড়বে। ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন। খরচ বাড়লেও সঞ্চয় করতে সমর্থ হবেন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগ আসবে। ভ্রাতৃবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
২) বৃষ রাশিঃ আজ নিজের উদারতা ও সারল্যের বিনিময়ে মানসিক কষ্ট পাবেন বৃষ রাশির জাতকরা। আত্মীয়দের কারণে আপনার খরচ হবে। অপ্রিয় সত্য কথা বলায় শত্রুর সংখ্যা বাড়তে পারে। প্রিয়জনের বিয়ের কথা এগোনোর সম্ভাবনা রয়েছে। আজ ঋণ নেওয়ার পরিকল্পনা বাতিল করুন।
৩) মিথুন রাশিঃ আজ হঠকারিতার সঙ্গে কোনও কাজ করবেন না মিথুন রাশির জাতকরা। দূরের কোনও স্থানে ভ্রমণের যোগ রয়েছে। প্রেমের সম্পর্ক বা দাম্পত্যে ভুল বোঝাবুঝি হতে পারে। হিতাকাঙ্ক্ষীর সাহায্যে আপনি হঠাৎ আসা বিপদ থেকে আজ রক্ষা পাবেন। কর্মক্ষেত্রে আইনি গোলযোগে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
৪) কর্কট রাশিঃ সম্পত্তি কেনা-বেচার বিষয়ে আজ সতর্ক থাকা প্রয়োজন কর্কট রাশির জাতকদের। হাড়ে আঘাত পেতে পারেন। একাধিক ক্ষেত্র থেকে উপার্জন করতে সক্ষম হবেন এই রাশির জাতকরা। কর্মক্ষেত্রে দূরে বদলির সম্ভাবনা আছে। ভাইয়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।
৫) সিংহ রাশিঃ আজ ব্যবসায় হঠকারী সিদ্ধান্ত নিলে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় শুভ ফল পাবেন। আধ্যাত্মিক চিন্তার প্রতি মন আগ্রহী হবে। আত্মীয়দের কারণে সংসারে অযথা অশান্তির সৃষ্টি হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে। চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য জন্মস্থান থেকে দূরে কোথাও যেতে পারেন।
৬) কন্যা রাশিঃ আজ মনের সুপ্ত ইচ্ছে প্রকাশ না করাই ভালো। অকারণ মানসিক চিন্তায় আপনি বিভ্রান্ত হবেন। বিনা কারণে দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। চর্মরোগ বা ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন। ওষুধ, বই বা পোশাকের ব্যবসায়ীরা আজ লাভবান হবেন। বিকল্প পথে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সাহিত্য ও সংগীতচর্চায় সুনাম বাড়বে।
৭) তুলা রাশিঃ বহুমুখী প্রচেষ্টায় আজ সাফল্য আসবে তুলা রাশির জাতকদের জীবনে। সন্তানের অবাধ্যতার কারণে বিড়ম্বনায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে নিজের বুদ্ধির দোষে ক্ষতির সম্ভাবনা রয়েছে। গুরুজন বা কর্তৃপক্ষের সঙ্গে মতপার্থক্য হতে পারে। জনকল্যাণমূলক কাজে অর্থব্যয় হবে।
৮) বৃশ্চিক রাশিঃ আজ ব্যবসায় লাভ বাড়বে বৃশ্চিক রাশির জাতকদের। গবেষণায় কর্মরত ব্যক্তিদের অগ্রগতি হবে। কোনও শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে বিয়ের যোগাযোগ হতে পারে। প্রিয় বন্ধুর বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি সমস্যা থেকে আজ দূরে থাকাই বাঞ্ছনীয়।
৯) ধনু রাশিঃ আজ শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠবেন ধনু রাশির জাতকরা। কাল্পনিক ভয় থেকে বেরিয়ে আসতে হবে। গুরুজনের সঙ্গে তুচ্ছ কারণে মতভেদ হতে পারে। সঙ্গী নির্বাচনে সতর্ক থাকুন। প্রতিযোগিতায় সাফল্য পাওয়ার আশা কম। আয়ের থেকে ব্যয় বাড়বে।
১০) মকর রাশিঃ অচেনা কোনও ব্যক্তির সাহায্য পেতে পারেন। সঠিক জায়গায় অর্থ বিনিয়োগ করে ব্যবসায় সাফল্য পাবেন। কর্মসূত্রে বিদেশযাত্রা হতে পারে। অপ্রিয় সত্য বলার কারণে শত্রুসংখ্যা বাড়বে। বহুজাতিক কোম্পানিতে চাকরি পেতে পারেন। জ্ঞাতিশত্রুতায় উৎকণ্ঠা বাড়বে।
১১) কুম্ভ রাশিঃ আজ বিরোধী বা শত্রুর সঙ্গে সমঝোতা হতে পারে। কুটির শিল্প, হস্তশিল্প, মেশিনে উৎপাদন, খনি এবং বিদ্যুৎ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা শুভ ফল পাবেন। পুরোনো কোনও বন্ধুর সহযোগিতা পেতে পারেন। নতুন বিনিয়োগ থেকে আজ দূরে থাকুন। যৌথ ব্যবসায় জটিলতা আসতে পারে।
১২) মীন রাশিঃ আগের পাওনা টাকা আজ ফিরে পেতে পারেন। পেশা পরিবর্তনের যোগ রয়েছে। চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন। উপস্থিত বুদ্ধি এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় কার্যসিদ্ধি হবে। অবিবাহিতদের বিয়ের কথা পাকা হতে পারে। প্রবীণরা বাতের সমস্যা বা হাড়ের ব্যথায় কষ্ট পেতে পারেন।