Festival and celebrations

5 hours ago

Jagannath Rath Yatra 2025: দীঘাতে উল্টোরথ যাত্রার প্রস্তুতি তুঙ্গে, নিরাপত্তায় জোর

Digha Jagannath Rath Yatra 2025
Digha Jagannath Rath Yatra 2025

 

দীঘা, ৫ জুলাই : সমুদ্র লাগোয়া দীঘাতে উল্টোরথের প্রস্তুতি তুঙ্গে। বেলা গড়াতেই দর্শনার্থীদের ভিড়। ইতিমধ্যেই ছয়জন ভারপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গেই বৈঠক সেরেছেন মুখ্যসচিব ডঃ মনোজ পন্থ। কোনওরকম খামতি রাখা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই যাবতীয় ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। এদিকে, মাসির বাড়ি থেকে শনিবার ফিরছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। উল্লেখ্য, এক সপ্তাহের আদর এবং আপ্যায়নের পর শনিবার জগন্নাথদেব ফিরে যাবেন নিজের মন্দিরেই। হাজার হাজার ভক্ত রথের জন্য এসে পৌঁছেছেন। রশিতে টান দিতে আগ্রহীরা অধীর অপেক্ষায় রয়েছেন। শনি - রবিবার এমনিতেই দীঘায় ভিড় থাকে পর্যটকদের। উপরি পাওনা উল্টোরথ। মাসির বাড়ি থেকে প্রায় কিলোমিটার দূরত্বের ব্যবধান জগন্নাথ মন্দিরের। সেখানেই তিনটি রথ ফিরে আসবে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে। রাখা হয়েছে দমকল এবং মেডিক্যাল টিম।


You might also like!