Festival and celebrations

2 hours ago

Kali Puja 2025:মা কালীর আরাধনায় ধন, শান্তি ও সৌভাগ্য—কালীপুজোর দিন কী করবেন জানেন?

Kali Puja 2025
Kali Puja 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:হিন্দু ধর্মে মা কালী শক্তি, সাহস ও বিনাশের প্রতীক হিসেবে পূজিত হয়ে আসছেন যুগ যুগ ধরে। জ্যোতিষশাস্ত্র মতে, কালীপুজোর দিন দেবীর আরাধনার পাশাপাশি কিছু বিশেষ টোটকা পালন করলে জীবনে আসে সৌভাগ্য, শান্তি ও সমৃদ্ধি। সংসারের অশান্তি দূর হয়ে ধনপ্রাপ্তি ও মানসিক প্রশান্তির আশীর্বাদও মেলে বলে বিশ্বাস। তাই এই বিশেষ দিনে কিছু সহজ করণীয় মানলে মা কালীর কৃপা লাভ করা যায়।

টোটকা:

১) বিপদ থেকে রক্ষা পেতে কালীপুজোর দিন মা কালীকে একটা খাঁড়া এবং ১০৮টি লাল জবার একটি মালা অর্পণ করুন।

২) জীবনে সাফল্য আনতে এই দিন মাকে আতপ চাল, একটা গোটা নারকেল এবং ঘি নিবেদন করুন।

৩) কালীপুজোর দিন যে কোনও মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালুন।

৪) সম্ভব হলে মা কালীকে লাল ফল, লাল মোমবাতি, লাল প্রদীপ এবং লাল বস্ত্র অর্পণ করুন।

৫) কালীপুজোর দিন কাছের মানুষদের প্রদীপ উপহার দেওয়া অত্যন্ত শুভ। তবে মাটির প্রদীপই উপহার দিতে হবে, ধাতুর প্রদীপ উপহার দেওয়া যাবে না।

৬) অনেকেই জানেন না যে, মা কালী পায়েস খুব পছন্দ করেন। এই দিন উপবাস রেখে মাকে পায়েস ভোগ দিন।

৭) মা কালীর পুজো সম্পন্ন হওয়ার পর পুজোর যে কোনও একটা জিনিস নিজের ঘরে নিয়ে এসে রাখুন, এর ফলে গৃহে সুখশান্তি বজায় থাকে।

৮) এই দিন মায়ের মন্দিরে কালো তিল ও সর্ষের তেল দিয়ে আসুন।

৯) কালীপুজোর রাতে বাড়ির ছাদে একটা পাঁচমুখী প্রদীপ জ্বালুন। ছাদে সম্ভব না হলে বাড়ির উঠোনেও জ্বালতে পারেন।


You might also like!