Festival and celebrations

16 hours ago

Durga Puja 2025: "২০২৫-এর পুজো মানেই থিমের যুদ্ধ! দেখে নিন কলকাতার টপ ১৫ প্যান্ডেল"

Durga Puja 2025
Durga Puja 2025

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: প্যান্ডেলের আলো, থিমের ঝলক আর মায়ের আগমনের উন্মাদনায় ফের জেগে উঠছে কলকাতা। ২০২৫ সালের দুর্গোৎসব শুধু একটা ধর্মীয় উৎসব নয়, বরং বাঙালির আবেগ, সংস্কৃতি আর সৃজনশীলতার চূড়ান্ত বহিঃপ্রকাশ। প্রত্যেক বছরই নতুন নতুন থিম, প্রযুক্তির প্রয়োগ আর চমকপ্রদ ভাবনায় সাজে মহানগরের প্রতিটি কোণ। তবে এর মধ্যেই কিছু পুজো থাকে আলোচনার শীর্ষে—তাদের থিমের অভিনবত্ব, বিশালতা ও দর্শনার্থীর ভিড়ের জন্য। চলুন ঘুরে দেখা যাক ২০২৫ সালের কলকাতার এমনই ১০টি সেরা দুর্গাপুজো প্যান্ডেল, যেগুলি না দেখলে পুজোর আনন্দ অপূর্ণ থেকে যাবে।


১) সন্তোষ মিত্র স্কোয়ার -সন্তোষ মিত্র স্কোয়ার তাদের পুজোর থিম "অপারেশন সিঁদুর" ঘোষণা করেছে, যা ভারতীয় সেনাবাহিনীর একটি অভিযানকে কেন্দ্র করে। এই থিমটি ভারতীয় সেনার সীমান্ত সুরক্ষার উপর আলোকপাত করে।


২)টালা প্রত্যয় -টালা প্রত্যয় প্রতি বছর দুর্গাপূজার থিমের ক্ষেত্রে নতুনত্ব নিয়ে আসে এবং এবছরও তার ব্যতিক্রম নয়। তারা তাদের মণ্ডপ "বিজগনিতের ব্যাখা " থিমের উপর ভিত্তি করে সাজাবে ।


৩)দেশপ্রিয় পার্ক-২০২৫ সালের দুর্গাপূজায় দেশপ্রিয় পার্ক একটি বড় চমক নিয়ে আসছে। ১০ বছর পর আবারও বড় দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে এবং এই পূজা ঘিরে মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। দেশপ্রিয় পার্কের পূজা সাধারণত ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দর্শকদের ভিড়ে অন্য অনেক পূজাকে টেক্কা দেয়, তাই এই বছরও দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ থাকবে। 


৪)সুরুচি সংঘ -   -২০২৫ সালে সুরুচি সংঘের দুর্গাপূজার থিম হল "পুরানো সেই দিনের কথা", যার অর্থ "সেই পুরনো দিনের কথা"। এই থিমটি অতীতের স্মৃতি পুনরুদ্ধারের লক্ষ্যে স্মৃতির স্মৃতি জাগিয়ে তোলে। এই পূজা বৃদ্ধাশ্রমের ক্রমবর্ধমান সংখ্যার বিরুদ্ধেও সূক্ষ্মভাবে প্রতিবাদ করবে।



 ৫)নাকতলা উদয়ন সংঘ -কলকাতার সেরা দুর্গাপূজা মণ্ডপগুলির মধ্যে, উদয়ন সংঘ মণ্ডপ সাম্প্রতিক বছরগুলিতে তার নির্বাচিত থিমের মাধ্যমে র‍্যাগিংয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সামাজিক সমস্যাটি দূর করার উপায়গুলি ।


৬)কুমারটুলি পার্ক -উত্তর কলকাতার একটি বিখ্যাত দুর্গা পূজা প্যান্ডেল, কুমারটুলি পার্ক প্যান্ডেলের সম্প্রতি থিম ছিল "উচ্চাকাঙ্ক্ষা"।



৭)কলেজ স্কোয়ার -কলকাতার আরেকটি জনপ্রিয় দুর্গাপূজা প্যান্ডেল, কলেজ স্কোয়ার, সাম্প্রতিক বছরগুলিতে "মহীশূর প্যালেস" এর মনোমুগ্ধকর থিম ধারণ করেছিল।



৮ )মুদিয়ালি ক্লাব - দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম মুদিয়ালি ক্লাবের পুজো ৷ প্রতিবছরই বহু মানুষ ভিড় জমান এই পুজোয় ৷ যদিও এবার কলকাতার পুজোর ছবি একটু আলাদা ৷ ৯১ বছরে পা দিয়ে এই পুজোর থিম আত্মশুদ্ধি। পুজোয় থিমের ছোঁয়া থাকলেও প্রতিবারের মতো এবারও প্রতিমা সাবেকি। 




৯ )একডালিয়া এভারগ্রিন ক্লাব -দক্ষিণ কলকাতার অন্যতম সেরা দুর্গাপূজা, একডালিয়া এভারগ্রিন ক্লাব দুর্গোৎসব সমিতি সম্প্রতি "জৈন মন্দির" কে থিম হিসেবে উপস্থাপন করেছে।




১০ )  নিউ টাউন সার্বজনীন - নিউ টাউন সার্বজনীন তাদের  পুজোর থিম হিসাবে রেখেছে " ফুলের সাজে ফুলের মাঝে , মা দুর্গা মোদের মাঝে " । এই পুজোর আরেকটি বিশেষত্ব হল এই পুজোটির খুঁটি পুজো সম্পন্ন হয়েছে একজন মহিলা পুরহিতের দ্বারা । 



১১) দম দম তরুন সংঘ - দম দম তরুন সংঘ তাদের  পুজোর থিম হিসাবে রেখেছে "তারুন্যের টানে নূতনের আহ্বানে" । 



১২) সাল্টলেক আইবি ব্লক -২০২৫ সালের দুর্গোৎসবে কলকাতাবাসীর চেনা আকাশরেখায় দেখা মিলবে এক নতুন বিস্ময়ের। কারণ, এবারে সাল্টলেক আইবি ব্লক তাদের প্যান্ডেলে রচনা করতে চলেছে দুবাইয়ের গর্ব ‘বুর্জ খলিফা’-এর অনুপম প্রতিরূপ।



১৩) জগৎ মুখার্জি পার্ক -  ২০২৫ সালের দুর্গাপূজায় জগৎ মুখার্জি পার্ক নিয়ে আসছে একটি নতুন চমক , এই বছর তাঁদের থিম হিসেবে তাঁরা রেখেছে " AI আশীর্বাদ না অভিশাপ " । 



১৪ ) শ্রীভূমি স্পোর্টিং ক্লাব - ২০২৫ সালের দুর্গোৎসবে আবারও চমক দিতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। থিমের অভিনবত্বে বরাবরই নজরকাড়া এই পূজা কমিটি এ বছর দর্শকদের নিয়ে যাবে আটলান্টিকের ওপারে—মার্কিন যুক্তরাষ্ট্রের হৃৎস্পন্দনে গড়ে ওঠা ইসকন মন্দিরের আদলে তৈরি হবে এবারের প্যান্ডেল। 



১৫) হাতিবাগান সার্বজনীন থিম – হাতিবাগান সার্বজনীন দুর্গাপূজার এবারের থিম হল "প্রকরণ"। এই থিমের মাধ্যমে উত্তর কলকাতার ঐতিহ্য এবং পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। শিল্পী সুশান্ত শিবানী পাল এই থিমের ভাবনা করেছেন। পুরনো বাড়ি, মরচে ধরা লোহা, লোহার রড ইত্যাদি ব্যবহার করে মণ্ডপটিকে সাজানো হয়েছে, যা পুরনো কলকাতার চিত্র দর্শকদের সামনে তুলে ধরবে। 



You might also like!