শ্রীনগর, ২৫ এপ্রিল : দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে পর্যটকদের উপর যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, এখনও তাদের ধরতে পারেনি পুলিশ। মঙ্গলবার থেকেই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে। অনন্তনাগের দুর্গম এলাকাগুলিতে চলছে চিরুনি তল্লাশি। ইতিমধ্যে হামলাকারী জঙ্গিদের ছবি প্রকাশ করেছে প্রশাসন। কারও খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে। কিন্তু ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তারা অধরা।
এদিকে, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে জঙ্গি দমন অভিযান আরও জোরদার করেছে সুরক্ষা বাহিনী। শুক্রবার সকালেই জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা এলাকায় নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালায়। বান্দিপোরা জেলার আজাসের কুলনার এলাকায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। জড়িত সন্ত্রাসীদের খুঁজে বের করতে এবং নির্মূল করতে আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।