Breaking News
 
New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের! Russian Plane Crash: আকাশেই অদৃশ্য, পরে ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ রুশ বিমান –৫০ যাত্রীর হতাহতের আশঙ্কা! OBC Case: ওবিসি তালিকা নিয়ে হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য! Modi in London today: মুক্ত বাণিজ্যে নতুন যুগের সূচনা আজ! ব্রিটেনের পর মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী মোদি

 

Country

5 days ago

Opposition Protests: এসআইআর ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভ বিরোধীদের, উত্তাল লোকসভা

Opposition protests in  Parliament
Opposition protests in Parliament

 

নয়াদিল্লি, ২৪ জুলাই : বিহারে বিশেষ নিবিড় পর্যালোচনা (এসআইআর) ইস্যুতে বৃহস্পতিবারও সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন বিরোধীরা। বৃহস্পতিবার অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে, সংদ ভবন চত্বরে মকর দ্বারে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী দলের সাংসদরা। উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী-সহ অন্যান্য বিরোধী দলের নেতারা।

কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, "আমরা গত ৩ দিন ধরে দাবি করে আসছি, এসআইআর নিয়ে আলোচনা হোক, কিন্তু এখনও পর্যন্ত বিজেপি মন্ত্রীর তরফ থেকে কোনও উত্তর আসেনি। আমরা কেবল তাদের জিজ্ঞাসা করতে চাই এসআইআর নিয়ে আলোচনা হবে কিনা। হ্যাঁ কি না, তারা উত্তর দেওয়ার পর, সংসদের কার্যক্রম শুরু হতে পারে।" আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং বলেন, "দিল্লিতে বসবাসকারী পূর্বাঞ্চলীয় এবং বিহারিদের বাড়িঘর এবং দোকান ভেঙে ফেলা হচ্ছে। আমরা এর প্রতিবাদ করেছি। পূর্বাঞ্চলের সমাজবাদী পার্টির সাংসদরাও আমাদের প্রতিবাদকে সমর্থন করেছেন। আমরা দিল্লির মানুষের পাশে দাঁড়িয়েছি যারা কষ্ট পাচ্ছেন, বিহারের মানুষ দিল্লিতে সমস্যায় পড়ছেন, বিহারের ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে, এই কারণেই আমরা প্রতিবাদ করছি।"

বিরোধীদের তীব্র নিন্দা করে বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ বলেছেন, "বিরোধীরা বিশেষ করে কংগ্রেস, সংসদকে চলতে দিচ্ছে না। তারা বাইরে এসে বলে যে তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না, কিন্তু তারা সংসদে আলোচনায় অংশ নেয় না, এর অর্থ কী? আমরা বলতে চাই, বিরোধীদের আলোচনা করা উচিত, আমরা আলোচনার জন্য প্রস্তুত। তারা আলোচনা থেকে পালিয়ে যাচ্ছে।" এদিকে, বৃহস্পতিবারও উত্তাল হল সংসদের নিম্নকক্ষ লোকসভা। এদিন বেলা এগারোটা থেকে অধিবেশন শুরু হলে, বিরোধীরা বিভিন্ন ইস্যুতে স্লোগান দিতে থাকেন, তাই লোকসভার অধিবেশন প্রথমে দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। পরে অধিবেশন শুরু হলেও একই পরিস্থিতি বজায় থাকে। তাই দুপুর দু'টো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

You might also like!