হাওড়া, ১৮ সেপ্টেম্বর : ডিভিসি-র ছাড়া জলে হাওড়ার আমতার দীপাঞ্চলের পর এবার প্লাবিত হল উলুবেড়িয়ার উদয়নারায়ণপুর। মঙ্গলবার গভীর রাত থেকে দামোদরের নদী বাঁধ উপচে একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করে। জল কোথাও এক হাঁটু, আবার কোথাও এক কোমর।
অন্যদিকে উদয়নারায়ণপুর ডিহিভুরশুট রাজ্য সড়ক জলমগ্ন হয়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। চূড়ান্ত সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।