West Bengal

3 weeks ago

Sukanta Majumdar: বন্যা পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার কিছুই করেনি, তোপ সুকান্ত মজুমদারের

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

জলপাইগুড়ি, ২৩ সেপ্টেম্বর : দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি-কে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা দাবি করেছেন, এই বন্যা মেন মেড। এবার বন্যা পরিস্থিতি নিয়ে মমতাকে পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। সুকান্ত দাবি করেছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার কিছুই করেনি।

সোমবার সকালে জলপাইগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মুজমদার বলেছেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর একই কথা বলেন, এই বন্যা মেন মেড। মানবসৃষ্ট বন্যা মোকাবেলায় তিনি কী উদ্যোগ নিয়েছেন?... তারা কিছুই করেনি...অর্থের অভাবে পশ্চিমবঙ্গ সরকার বাঁধের কোনও মেরামত কাজ করেনি...তাঁরা বলছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনও টাকা পাইনি, তাঁরা কি নিজেদের দিক থেকে কোনও উদ্যোগ নিয়েছে?"

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ-খুনের ঘটনায় সুকান্ত মজুমদার বলেছেন, "সিবিআই ঘটনার তদন্ত করছে। যে কোনও তদন্ত নির্ভর করে প্রমাণের প্রাপ্যতার উপর। প্রমাণ পাওয়া না গেলে কোনও সংস্থাই বিচার দিতে পারে না... দুর্নীতির ঘটনায় , দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমি মনে করি তদন্ত সঠিক পথেই চলছে।"

You might also like!